স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ‘সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সংকেতহীন স্পিড ব্রেকার, দুর্ঘটনায় আশঙ্কা’ বিভিন্ন পত্রপত্রিকায় এমন সংবাদ প্রকাশের পর দেয়া সাংকেতিক চিহ্ন। পাশাপাশি খাড়া করে দেয়া স্পিড ব্রেকারগুলো উঁচুনিচু করে ঠিক করে দেয়া হয়েছে। এতে কিছুটা হলেও স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা৷
সরেজমিন দেখা যায়, সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের কর্মীরা স্পিড ব্রেকারগুলোতে সাদা দাগের সাংকেতিক চিহ্ন দিচ্ছেন। অনেকে আবার খাড়া করে দেয়া স্পিড ব্রেকারগুলো উঁচুনিচু করে সমান করছেন৷
এলাকাবাসীর দাবী শুধু সাংকেতিক চিহ্নই নয় প্রতিটি স্পিড ব্রেকারের সামনে গতিরোধক সাইনবোর্ড ও লাইটিং করা প্রয়োজন। এতে করে দুর্ঘটনার কমবে বলে আশা তাদের।