স্টাফ রিপোর্ট::
বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
গত রবিবার উপজেলার পাগলা বাজারে জামায়াতের অস্থায়ী কার্যালয়ে দুই বছর মেয়াদী এই কমিটি গঠন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জামায়াতের মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য, জেলা অফিস বিভাগীয় সেক্রেটারি নুরুল ইসলাম ।
কমিটিতে রুকনদের ভোটে উপজেলা আমীর নির্বাচিত হন হাফেজ আবু খালেদ। ২৪ নভেম্বর
উপজেলা আমীর সদস্যদের (রুকন) সাথে পরামর্শ করে দিলোয়ার হোসেনকে সেক্রেটারী, , আসাদুজ্জামাকে সহকারী সেক্রেটারী ও বায়তুলমাল সম্পাদক, মাওলানা আশরাফ আলীকে তারবিয়াত ও উলামা মাশায়েখ বিভাগীয় সেক্রেটারি, আতিকুর রহমানকে পেশাজীবী সমাজ সেবা ও H.R.D বিভাগীয় সেক্রেটারি, তাজুল ইসলামকে প্রচার প্রকাশনা পাঠাগার ও মিডিয়া বিভাগ সেক্রেটারি, রায়েজ নুরকে শ্রমিক কল্যাণ ফেডারেশন ও যুব বিভাগীয় সেক্রেটারি মনোনিত করা হয়।