স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের শান্তিগঞ্জে আইডিই বাংলাদেশের আয়োজনে দুই দিনব্যাপী নিউট্রিশন সেলস এজেন্ট ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিংয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার(৪ নভেম্বর) সকালে শান্তিগঞ্জস্থ এফআইভিডিবির আঞ্চলিক প্রশিক্ষণকেন্দ্রে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান৷
এছাড়াও আইডিইর মামুনুল আহাদ ,মোশারফ হোসাইন ও আলী ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ট্রেনিংয়ে মা ও শিশুর স্বাস্থ্যসেবা এবং খাদ্যের নিরাপত্তার মান উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।