শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
সংবাদ শিরোনাম

শান্তিগঞ্জে ভুয়া মুক্তিযোদ্ধা-শিক্ষক দিয়ে পিআইসি কমিটি গঠনের অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৫ বার
বিশেষ প্রতিনিধি:: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের সাংহাই হাওরের ৩নং পিআইসিতে ভুয়া মুক্তিযোদ্ধা, শিক্ষক ও আওয়ামী দোসর নিয়ে গঠিত কমিটি গঠন করার অভিযোগ উঠেছে।
রবিবার(২২ ডিসেম্বর) সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবর এমন অভিযোগ দিয়ে ওই কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের আবেদন করেছেন জয়কলস ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম রব্বানী।
অভিযোগ সুত্রে জানা যায়, সাংহাই হাওরের ৩নং প্রকল্প বাস্তবায়ন কমিটিতে ৪ নং সদস্য শাহীনুর আলম তুহিন। মুক্তিযোদ্ধা হিসেবে কমিটি নাম থাকলেও  তিনি কোন মুক্তিযোদ্ধা নন প্রকৃতপক্ষে তিনি একজন সিএনজি চালক। ৫ নং সদস্য মোঃ মনির উদ্দিন তিনিও শিক্ষক নন। জামলাবাজ গ্রামে মনির উদ্দিন নামে কোন শিক্ষক নেই। এবং ৩ নং সদস্য কিজির আহমেদ সে বিগত সৈরাচারী সরকারের দোসর ছিল। বিগত সরকারের মন্ত্রী ও বিভিন্ন নেতাকর্মীর সাথে তার বিভিন্ন রকমের ছবি ও পোষ্টার রয়েছে। তাই এই কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের আকুল আবেদন জানিয়েছেন বিএনপির এই নেতা।
এ বিষয়ে কথা হলে শান্তিগঞ্জ উপজেলার দায়িত্বে থাকা পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী (এসও) মমিন মিয়া বলেন, কমিটি নাম টাইপিং এর সময় ভুল হয়েছে এগুলো পরিবর্তন করে দেওয়া হবে। এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করা হবে। নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর