স্টাফ রিপোর্টারঃ সকলস্তরে শান্তি-সম্প্রীতি বজায় রাখার আহ্বানে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে মত বিনিময় সভা করেছে শান্তিগঞ্জ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ
বৃহস্পতিবার(১৯ ডিসেম্বর) সকালে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। পরে শান্তিগঞ্জ পয়েন্টে পিএফজি ও শান্তিগঞ্জ থানার উদ্যোগে শান্তিগঞ্জ পয়েন্টে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. ফজলে রাব্বী চৌধুরীর সভাপতিত্বে ও শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক পিস এম্বাসেডর জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখে দি হাঙ্গার প্রজেক্ট এমআইপিএস প্রকল্পের এরিয়া কো-অর্ডিটের নাজমুল হুদা মিনা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আকরাম আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন,
সমাজ সেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, শিক্ষা অফিসার মো. সেলিম খান, সমবায় অফিসার মোহাম্মদ রুহুল হাসান, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সিরাজ মিয়া, ধর্মীয় নেতা জিয়াউর রহমান, পিস এ্যাম্বসেডর সুরঞ্জিত চৌধুরী টপ্পা, হারুন মিয়া, পিএফজির সমন্বয়কারী দোলন রানী তালুকদার, শান্তিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক নুরুল হক, পিএফজি সদস্য জিয়াসমিন, নাজমা, শেপালী, খোরশেদা, আলেয়া,সৈয়দ আলম, জয়ন্ত তালুকদার, বদরুল আলম টিপু, শিউলী, কাজলী হিজরা, দিলিপকুমার দাস, হাবিবুর রহমান প্রমূখ।