স্টাফ রিপোর্টার::
ভারতে হিন্দু পুরোহিত কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি করায় প্রতিবাদ মিছিল করেছেন সাধারণ মুসল্লীরা। শুক্রবার জুমু’আর নামাজের পর শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে এই প্রতিবাদ মিছিল করেছেন তারা। মিছিল শেষে পাগলা বাজার বাসস্ট্যান্ড এলাকায় একটি প্রতিবাদ সভাও করেছেন সাধারণ মুসল্লী।
ক্বারি সোয়াইব আহমদের পরিচালনায় মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন- কান্দিগাঁও কেন্দ্রিয় জামে মসজিদের খতিব মুফতি রুহুল আমীন শাহার, হযরত আবুবকর সিদ্দিক (রা.) নূরানী হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফিজ আবু সাঈদ ও পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সাফওয়ান মাহমুদ উজ্জল।
বক্তব্যে বক্তারা বলেন, ‘পার্শ্ববর্তী দেশ ভারতে যারা আমাদের প্রাণের নবী হযরত মুহাম্মদ (স.)-কে নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়েছেন আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমাদের দেশের বর্তমান সরকারকে অনুরোধ করে বলতে চাই, আন্তর্জাতিক আইনের মাধ্যমে নবী হযরত মুহাম্মদ (স.)-কে নিয়ে কটূক্তিকারীদের বিচার চাইতে হবে। তা না হলে যে আগুন ঐ কাফেরেরা আমাদের ভিতরে জ্বালিয়েছে তা ছড়িয়ে পড়বে সারা দুনিয়ায়।’
বিক্ষোভ মিছিল ও মিছিল পরবর্তী সভায় উপস্থিত ছিলেন সমাজকর্মী ডা: শফিকুল ইসলাম, মনছুর উদ্দিন, ডা: হুমায়ুন কবির, মো. কিবরিয়া, তানিম আহমদ, জহিরুল ইসলাম, সাইদুর রহমান, শাহীন রহমান, ইমরান আহমদ, রাহাত হোসেন, ওলীউর রহমান, মুহাম্মদ হাসান জকি, সবুজ কাউসার, জাহিদুল ইসলাম ও নূরুল ইসলাম, শব্দেন নূর আহমদ সাগর, সফর আলী, আমিন উদ্দিন, সাব্বির আহমদ, মারজান আহমেদ, শিক্ষার্থী সজিব আল হাসান, মাহিন মুর্শেদ, হাফিজুর আল হাসান, সাকিব আহমদ, তারেক হাসান, শাহীনুর রহমান, সাইফ রহমান, সাখাওয়াত জামান অম্লান, অপূর্ব চৌধুরী, আপন মিয়া, তহিদূল হাসান তামিম, রনক হাসান নিশাত, আবদুল্লাহ আল মারোয়ান, রাজেল আহমদ, আশরাফুল ইসলাম, সুমন মিয়া, সাকিব খান, আল আসিফ ফাহিম, আরাফাত জামান উদয় ও শাখরুল ইসলাম প্রমুখ।