রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৩:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
সংবাদ শিরোনাম
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে সমাজসেবার ফিল্ড সুপারভাইজার হেলাল আর নেই, দাফন সম্পন্ন  জামিন পেয়ে বাড়িতে ফিরলেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান দরগাপাশার বাংলাবাজারে বিএনপির কর্মীসভা শান্তিগঞ্জে এইচপিভি ভ্যাকসিন ক্যাম্পেইন বাস্তবায়নে সমন্বয় সভা সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু ৩ নভেম্বর জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় সভা  শান্তিগঞ্জে পিএফজি’র আন্তঃ ধর্মীয় সংলাপ সম্পন্ন  সাম্য ও মানবিক রাষ্ট্র বিনির্মানে শান্তিগঞ্জের দরগাপাশায় যুবদলের লিফলেট বিতরণ সীরাত পাঠ প্রতিযোগিতার আয়োজন করেছে আমরা শান্তিগঞ্জী গ্রুপ

পুত্রবধূ ঐশ্বরিয়াকে নিয়ে যে মন্তব্য করলেন জয়া বচ্চন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬ বার

বিনোদন ডেস্কঃ বেশ কিছু দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে পুত্রবধূ ঐশ্বরিয়া রাইকে নিয়ে বচ্চন পরিবারে ঝামেলা চলছে।শোনা যাচ্ছে, অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের দাম্পত্যে নাকি দূরত্ব তৈরি হয়েছে।যদিও বিষয়টি নিয়ে দুজনের কেউই এখন পর্যন্ত মুখ খোলেননি।

সম্প্রতি আম্বানিপুত্রের বিয়ের আসরে গোটা পরিবার নিয়ে গিয়েছিলেন অভিষেক বচ্চন। কিন্তু তখন সঙ্গে ছিলেন না ঐশ্বরিয়া ও মেয়ে আরাধ্যা।বেশ কিছুক্ষণ পরে মেয়েকে নিয়ে আলাদাভাবে যান ঐশ্বরিয়া।সেই প্রেক্ষাপটই ঘনীভূত করে অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদের জল্পনা। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে জয়া বচ্চনের একটি ভিডিও। পুত্রবধূ ঐশ্বরিয়ার সঙ্গে তার সম্পর্কের সমীকরণ কেমন- তা নিয়ে ওই ভিডিওতে কথা বলেছিলেন জয়া।

বলিপাড়ায় গুঞ্জন রয়েছে, সাংসারিক বনিবনার অভাব হওয়াতেই নাকি দূরত্ব তৈরি হয়েছে অভিষেক ও ঐশ্বরিয়ার সম্পর্কে। জয়া বচ্চনের সেই ভিডিও যেন এই গুঞ্জনে ঘি ঢেলে দিয়েছে।

 

পুরনো ওই ভিডিওতে বর্ষীয়ান অভিনেত্রী ও রাজনীতিবিদ স্পষ্ট জানালেন, তিনি ঐশ্বরিয়াকে নিজের মেয়ে হিসেবে দেখেন না। পুত্রবধূ হিসেবেই তাকে গ্রহণ করেছেন।

জয়া বচ্চনকে পাপারাজ্জিদের (আলোকচিত্রী) সঙ্গে প্রায়ই কড়া আচরণ করতে দেখা যায়। তারা ক্যামেরা তাক করলেই তিনি চটে যান। পরিবারের ছোটদের সঙ্গেও কি তিনি এমন কড়া আচরণ করে থাকেন? পুত্রবধূ ঐশ্বরিয়ার সঙ্গেও কি তিনি একই ব্যবহার করেন? এসব প্রশ্নে জয়া বচ্চনের সাফ জবাব, আমি ঐশ্বরিয়ার সঙ্গে কেন কড়া আচরণ করব! ও তো আমার মেয়ে নয়। ও আমার পুত্রবধূ।

বলিপাড়ার খবর বলছে, নিজের ছেলে-মেয়ে অর্থাৎ অভিষেক ও শ্বেতা বচ্চনকে কড়া শাসনে বড় করেছেন জয়া। বড়দের সঙ্গে কিভাবে কথা বলা উচিত, তা নিয়ে নাকি বিশেষভাবে নিজের সন্তানদের শিক্ষা দিয়েছিলেন অমিতাভপত্নী।

এ প্রসঙ্গেও ভিডিওতে কথা বলেছেন জয়া বচ্চন।তিনি জানিয়েছিলেন, ঐশ্বরিয়াকে আলাদা করে কড়া শাসন করার তার কোনো প্রয়োজন নেই। সাবেক এই বিশ্বসুন্দরীকে তার বাবা-মা সব কিছু শিখিয়ে পড়িয়েই মানুষ করেছেন বলে জয়ার বিশ্বাস।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর