স্টাফ রিপোর্টারঃ ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও ইসলাম নিয়ে কটুক্তির প্রতিবাদে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া শান্তিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ শে সেপ্টেম্বর) বাদ আসর উপজেলার আক্তারপাড়া বাজারে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় করা হয়।
আলোচনা সভায় শান্তিগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি মো. দিলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আক্তাপাড়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যাপক মাওলানা ফখরুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা তালামীযের সহ-প্রচার সম্পাদক মো. রমিজ উদ্দীন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. সোহানুর রহমান, ছয়হারা হাফিজিয়া মাদরাসা প্রধান শিক্ষক হাফিজ জামিল আহমদ, আক্তাপাড়া বাজার মসজিদের ইমাম ও খতিব মাওলানা ময়নুল হক, খাইরুল ওয়ারা তাহফিজুল কোরআন মাদ্রাসার সহকারী শিক্ষক হাফিজ আবু তাহের, হাফিজ শরিফ আহমদ, হাফিজ মুজাক্কির আহমদ।
বক্তরা বলেন, মহানবি হযরত মুহাম্মদ (সা.) নিয়ে কটুক্তি করলে মুসলমানের কলিজায় আঘাত লাগে। কেউ যদি আমাদের নবী করিম (সা.) ও ইসলাম নিয়ে কটুক্তি করে মুসলমান হাত-পা ঘুছিয়ে ঘরে বসে থাকবে না, যখনই ইসলাম কিংবা মুসলমানের উপর আঘাত আসবে তার পাল্টা জবাব দিতে তালামীযে ইসলামিয়া’র কর্মী সব সময় প্রস্তুত থাকবে ইনশা আল্লাহ।
এ সময় শান্তিগঞ্জ উপজেলা তালামীযের সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ সেজু মিয়া, সাংগঠনিক সম্পাদক হাফিজ রাতিক আলী, অর্থ সম্পাদক হাফিজ ইমাদ উদ্দীন, সহ-প্রচার সম্পাদক হাফিজ মামুন আহমদ, অফিস সম্পাদক আরিফুল হক সাইদ, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুসা আহমদ তুহিন, আক্তাপাড়া ইসলামিয়া ফাজিল মাদরাসা শাখার সভাপতি মারুফ আহমদ, সহ-সভাপতি আবুল কাসেম, মুজাহিদ ইসলাম, শান্তিগঞ্জ উপজেলা তালামীযের সদস্য তাহসিন আহমদ, সৌরভ আহমদ, হাফিজ হামিম আহমদ, ইকবাল আহমদ চৌধুরী, শরিফ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।