স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আহসান মারা ব্রীজ সংলগ্ন নোয়াগাঁও এলাকায় প্রাইভেটকার-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন৷
রবিবার(১৫ ডিসেম্বর) সন্ধ্যার দিকে জয়কলস ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় এই সড়ক দুর্ঘটনাটি ঘটে৷ এতে ৫ জন আহত হয়েছেন। আহতরা হলেন জয়কলস গ্রামের আব্দুন নুরের পুত্র সোহাগ মিয়া(১৩) একই গ্রামের মোহন আলীর পুত্র জাকারিয়া(১৬)। তাৎক্ষণিকভাবে অন্যান্য আহতদের নাম জানা যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার
সন্ধ্যার দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের আহসানমারা এলাকায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে প্রাইভেটকার-সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুটি গাড়িই রাস্তার খাদে পড়ে যায়৷ এতে গুরুতর আহত হন ৫ জন৷ পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আকরাম আলী বলেন, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।