স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের সুলতানপুর পশ্চিমপাড়া যুব সংঘের উদ্যোগে প্রবাসীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
মঙ্গলবার(১৭ ডিসেম্বর) সন্ধ্যায় সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ।
সুলতানপুর পশ্চিমপাড়া যুব সংঘের উপদেষ্টা সিরাজ মিয়ার সভাপতিত্বে ও উপদেষ্টা রুয়েল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রওশন খান সাগর, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইউপি সদস্য লিটন মিয়া, যুবদল নেতা সৈয়দ আলম, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবু সঈদ, সাধারণ সম্পাদক মো. নুরুল হক প্রমুখ।সংবর্ধিত প্রবাসীরা হলেন, সুজন মিয়া, মতিউর রহমান, নাকিব হাসান নাইম, লাল মিয়া, সুজন মিয়া ও বিনদ মজুমদার৷
এসময় উপস্থিত ছিলেন, সুলতানপুর পশ্চিম পাড়া যুব সংঘের উপদেষ্টা জাহাঙ্গীর আলম, মর্তুজ আলী, ইয়াকুব আলী, খালিক মিয়া, সংঘের সভাপতি তালেব আলী, সাধারণ সম্পাদক মো: রাজা মিয়া, কোষাধ্যক্ষ মো. ফেরদৌস আহমদ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, প্রচার সম্পাদক আলিম উদ্দিন, ক্রীড়া সম্পাদক সুয়েল মিয়া, কার্যনির্বাহী সদস্য আবু তাহের জাবেদ, জহুর ও আবুল খয়েরসহ আরও অনেকে। আলোচনা সভার পর প্রবাসীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।