স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের শান্তিগঞ্জে কাবিটা নীতিমালার আলোকে সুষ্ঠু ভাবে হাওর রক্ষা বাঁধ নির্মাণে উপজেলার পিআইসি সদস্যদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১৩ ডিসেম্বর ) উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে উপজেলা কাবিটা স্কীম প্রণয়ন বাস্তবায়ন ও কাবিটা মনিটরিং কমিটির আয়োজনে অনুষ্ঠিত কর্মশালার সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।
সভায় বক্তব্য রাখেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইমদাদুল হক, সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পিপি ও জেলা মনিটরিং কমিটির সদস্য এডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, উপজেলা জামায়াতের আমির ও পাউবো কমিটির সদস্য হাফেজ আবু খালেদ, সাবেক চেয়ারম্যান ও পাউবো কমিটির সদস্য জালাল উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রওশন খান সাগর, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, এসও মমিন মিয়া, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন, পাউবো কমিটির সদস্য এমদাদুর রহমান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সঈদ, সাধারণ সম্পাদক মো. নুরুল হক , পিআইসি আঙ্গুর মিয়া, রঞ্জিত সুত্রধর ও আব্দুল মজিদসহ প্রমুখ৷ এসময় উপজেলার সকল পিআইসির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।