বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ০২:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫

শান্তিগঞ্জে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন করলো বিজ 

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১১ বার
স্টাফ রিপোর্টারঃ ৫৪তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শান্তিগঞ্জ উপজেলায় নানান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)। সোমবার সকাল ০৯ টা থেকে  দিনব্যাপী একাধিক কর্মসূচি পালন করেন সংগঠনটির উপজেলার কর্মকর্তা, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সকল নির্যাতিতা নারী, বীর মুক্তিযোদ্ধা ও বীর শহিদদের স্মরণে গভীর শ্রদ্ধা জানিয়ে ঐ দিন সকাল ০৯টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা। পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা,  জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল বাসিত সুজন।
পরে, দুপুর ১টায় ডুংরিয়া গ্রামে শিবপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে -কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুল তাহিদ এর সভাপতিত্বে ডুংরিয়া নোয়াগাঁও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নাজমুল হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন শান্তিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম খান, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)’র সুনামগঞ্জের প্রোগ্রাম অফিসার নিলু কান্ত পাল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সামিউল কবির, সাংবাদিক ইয়াকুব শাহরিয়ার।
এসময় উপস্থিত ছিলেন শিবপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক কয়েস আহমদ, ডুংরিয়া নোয়াগাঁও ১ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আকমান, সহকারী শিক্ষক বিথী রানী দাস, নোয়াগাঁও ২ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছমা বেগম, সহকারী শিক্ষক সুজিনা বেগম, চন্দ্রপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনতী সুত্রধর, সহকারী শিক্ষক সালাতুন বেগম, মাহমদপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিখা সুত্রধর, সহকারী শিক্ষক প্রসন্ন কুমার দে, চুরখাই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিব কান্তি দে, সহকারী শিক্ষক কল্পনা সুত্রধর, সুষমা সুত্রধর, ইনাতনগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেলী রানী তালুকদার, সহকারী শিক্ষক শেলী পাল, মিন্টু সুত্রধর, ধলমৈশা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পপি বেগম ও সহকারী শিক্ষক সুখী রানী দাস প্রমূখ।
সব শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর