স্টাফ রিপোর্টার::
নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণের জন্য ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত প্রত্যাশা-২ প্রকল্পের উপজেলা কর্মশালায় প্রধান অতিথির ভাষণে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা বলেন অনিরাপদ অভিবাসন এবং মানবপাচার প্রতিরোধে সচেতনতার উপর জোর দিতে হবে, এই লক্ষ্যে এলাকার চেয়ারম্যান, মেম্বার, সরকারী এবং বেসরকারী ব্যাক্তিবর্গের সবাইকে এক হয়ে কাজ করতে হবে।
তিনি বলেন একজন বিদেশগামী ব্যাক্তিকে বিদেশ যাওয়ার পূর্বে সচেতনতার জন্য নিজে যাচাই বাছাই করে বিদেশ যেতে হবে। অনিরাপদ অভিবাসনের কারনে মানবপাচারের হার অনেক বেড়ে গেছে এবং নারীদের মধ্যেপ্রাচ্যে নির্যাতনের হার অনেক বেশি। মানবপাচারের শিকার হওয়া ব্যাক্তি দেশে ফেরত আসলে তাদের পরিবার তাদেরকে মেনে নিতে চায় না এবং তারা নানাবিধ অসুবিধার সম্মুক্ষিন হয়। তিনি স্কুল-কলেজে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন শিক্ষামূলক প্রোগ্রাম করা এবং বিদেশ গেলে বৈধ রিক্রটিং এজেন্সি এর মাধ্যেমে যাওয়ার পরামর্শ প্রদান করেন।
সুনামগঞ্জের শান্তিগঞ্জে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণের লক্ষ্যে সোমবার সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার উদ্বোধন করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার। উক্ত কর্মশালায়, সহকারী পরিচালক, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, সুনামগঞ্জ, শান্তিগঞ্জ উপজেলায় কর্মরত সরকারি বিভিন্ন দফতরের পদস্থ কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এনজিও প্রতিনিধি, সমাজকর্মী, বিদেশ-ফেরত/প্রতারিত অভিবাসী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালা সঞ্চালন করেন এমআরএসসি কো-অর্ডিনেটর মো.নজরুল ইসলাম। , স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক জেলা সমন্বয়কারী এ.কে. আজাদ। কর্মশালার উদ্দেশ্য ব্যাখ্যা, মূল প্রবন্ধ উপস্থাপনা এবং উন্মুক্ত আলোচনা করেন, সাইকোসোশাল কাউন্সিলর শাওন রায়। এসময় দুজন বিদেশ ফেরত অভিবাসী তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। কর্মশালায় অভিবাসনের বর্তমান চিত্র এবং অভিবাসনের বাঁধাসমূহ উত্তরণে নিরাপদ অভিবাসন ও ফেরত আসা অভিবাসীদের পুনরেএকত্রীকরণে করণীয় এবং নিরাপদ অভিবাসনের ইতিবাচক ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জয়কলস ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন বলেন, একজন বিদেশগামীদের অবৈধভাবে যাওয়ার প্রবণতা থাকায় দালাল অনেক অর্থ আত্মসাৎ করে নিচ্ছে। এদেরকে বিচারের আয়তায় আনা উচিত। অর্থ প্রদানের পূর্বে বিদেশগামী ব্যাক্তিকে এই বিষয়গুলো সম্পর্কে সচেতন হওয়া উচিত। দালাল মুক্ত একটি সমাজ গড়তে হবে। এটি একটি বড় চ্যালেঞ্জ আমাদের জন্য।
সাংবাদিক আবু সঈদ বলেন, সুনামগঞ্জ এলাকার মানুষ পড়ালেখাই যত না আগ্রহ প্রকাশ করেন তার চেয়ে বেশি বিদেশ যাওয়ার প্রতি আগ্রহ বেশি প্রকাশ করেন। দালাল থেকে বিদেশগামী ব্যাক্তিদেরকে সহায়তার উদ্দেশ্যে সরকারী প্রতিষ্ঠান গুলোকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
বিশ্বের সর্ববৃহৎ উন্নয়ন সংস্থা ব্র্যাক, ১৯৭২ সালের প্রতিষ্ঠাকালীন সময় থেকে দেশে ও দেশের বাইরে নানাবিধ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। ব্র্যাকের বিভিন্ন কর্মসূচিগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি কর্মসূচি হল মাইগ্রেশন প্রোগ্রাম। ব্র্যাকের এই প্রোগ্রাম ২০০৬ সাল থেকে দেশের অভিবাসনপ্রবণ জেলাসমূহে বিদেশগামী নারী ও পুরুষের মাঝে সঠিক তথ্যের মাধ্যমে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম, বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ, অভিবাসন খাতে অ্যাডভোকেসি ও নানাবিধ সহযোগিতামূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।