সোমবার, ০৬ মে ২০২৪, ০৭:২৫ পূর্বাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
শান্তিগঞ্জে এইচএসসিতে পাসের হার ৯২.৫৯ শতাংশ

শান্তিগঞ্জে এইচএসসিতে পাসের হার ৯২.৫৯ শতাংশ

স্টাফ রিপোর্টার::

এবার এইচএসসি পরীক্ষায় শান্তিগঞ্জে পাসের হার ৯২.৫৯ শতাংশ।

এসএসসিতে উপজেলার চারটি কলেজের ৪৫৭ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে পাস করেছে ৪২০ জন। ফেল করেছে ৩৭ জন৷ জিপিএ ৫ পেয়েছে মাত্র ২ জন। এর মধ্যে ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের একজন ও আব্দুল মজিদ কলেজের একজন।

মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় ২টি মাদ্রাসার ৮৬ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮০ জন। ফেল করেছে ০৬ জন। এতে পাশের হার ৯২.৭০ শতাংশ । একমাত্র জিপিএ-৫ পেয়েছে আক্তাপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার একজন।
এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী জানান, এবারের ফলাফল তুলনামূলকভাবে ভালো হয়েছে । জিপিএ ৫ এর সংখ্যাও বেশি। আশাকরি এই সাফল্য আগামীতেও অব্যাহত থাকবে। আরও ভালো ফলাফলের জন্য আমাদের মনিটরিং কার্যক্রম আরও জোরদার করা হবে।

এবার সব বিষয়ের পরীক্ষা হয়নি। শুধু বিভাগভিত্তিক তিনটি করে নৈর্বাচনিক বিষয়ে এ পরীক্ষা নেওয়া হয়। তবে অন্যান্য বিষয়ে এসএসসি ও জেএসসিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ‘সাবজেক্ট ম্যাপিং’ করে শিক্ষার্থীদের গ্রেডিং দেওয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com