সোমবার, ০৬ মে ২০২৪, ০৫:২২ অপরাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
নবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের

নবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক::
নবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে যুগান্তরের বিশেষ প্রতিনিধি মুজিব মাসুদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলা গ্রহণ করেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল আহমেদ।
এ সময় তিনি জানান, বাদীকে মামলার অগ্রগতি সম্পর্কে সময় সময় জানানো হবে। এর আগে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
উল্লেখ্য, সোমবার (২৪ ডিসেম্বর) ঢাকার নবাবগঞ্জে একটি হোটেলে অবস্থানরত যুগান্তর ও যমুনা টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা। এতে কমপক্ষে ১০ জন সাংবাদিক আহত হয়েছেন।
সোমবার রাত ১১টার দিকে নবাবগঞ্জে থানা রোডে শামীম গেস্ট হাউসে এ হামলার ঘটনা ঘটে।
ভাংচুর করা হয় ১৮টি গাড়ি ও হোটেলের বিভিন্ন কক্ষ।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য ওই হোটেলে অবস্থান করছিলেন সাংবাদিকরা।
সশস্ত্র হামলাকারীরা প্রায় ঘণ্টাখানেক অবরুদ্ধ করে রাখে গণমাধ্যমকর্মীদের। এ সময় স্থানীয় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এমনকি ন্যক্কারজনক এ ঘটনা পুরো এলাকায় ছড়িয়ে পড়লেও তাৎক্ষণিকভাবে থানা বা প্রশাসনের পক্ষ থেকে কেউ খোঁজ নেননি।
অথচ থানার কাছেই এ গেস্ট হাউস অবস্থিত।
এরপর মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকালে শামীম গেস্ট হাউসে হঠাৎ পুলিশের একটি দল এসে হোটেল মালিককে এ হুমকি দেয়।
হোটেল মালিক জানান, হঠাৎ করে পুলিশ এসে জানায় হোটেলে অবস্থানরত যেসব সাংবাদিক আছে তাদেরকে ২০ মিনিটের মধ্যে হোটেল ছেড়ে যেতে হবে। অন্যথায় পুলিশ ব্যবস্থা নেবে। এরপর আমি সাংবাদিকদের এ বিষয়টি অবহিত করি।
ওই হোটেলে অবস্থানরত যুগান্তরের বিশেষ প্রতিনিধি মুজিব মাসুদ (মামলার বাদী) জানান, আমরা কোনো কিছু বুঝে ওঠার আগেই আমাদেরকে হোটেল থেকে ফোন দেয়। তারা জানায় আপনারা যেখানেই থাকেন তাড়াতাড়ি আসেন, ২০ মিনিটের মধ্যে হোটেল ত্যাগ করতে হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com