স্টাফ রিপোর্টার::
শিক্ষার মান উন্নয়নে গণিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) বিকাল ৩ টায় গনিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে সেমিনার কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গনিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহার সভাপতিত্বে ও পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) বিরোদা রানী রায়।
আরও বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকী, সিলেট পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাসুক মিয়া, অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোঃ আব্দুল হেকিম, মোঃ মতিউর রহমান, ইউপি সদস্য আব্দুল আওয়াল, ফখর উদ্দিন কনু শাহ, মোঃ নিজাম উদ্দিন, ইউপি সদস্য লিটন দাস, সাবেক ইউপি সদস্য কবির মিয়া, হারুন মিয়া, মোঃ বাবুল মিয়া, মোঃ নুর আলম, মোঃ ফখরুল ইসলাম, মোঃ শাহ আলম, মোঃশামীম আহমদ সহ প্রমুখ। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বিরোদা রানী রায় বলেন , শিক্ষার্থীদের হাতে মোবাইল ফোন দেয়া যাবেনা। শিক্ষার্থীরা পড়াশুনার পাশাপাশি বাকি সময়টুকু কোথায় যাচ্ছে, কি করছে সে দিকেও অভিভাবকগণ যেন খেয়াল রাখে। এছাড়াও পড়াশুনার পাশাপাশি কিভাবে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটবে সেই দিকে নজর রাখতে হবে শিক্ষক ও অভিভাবকদের। বিদ্যালয়ের সঙ্গে শিক্ষার্থীরই শুধু নয়, যোগাযোগ থাকতে হয় অভিভাবকদেরও। অভিভাবকরাও নানা পরামর্শ দিতে পারেন শিক্ষার মানোন্নয়নে। কিংবা বিদ্যালয়ের নানা অসংগতি অনেক সময় অভিভাবকদের চোখেই হয়তো ধরা পড়ে। সে জন্য বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে অভিভাবকদেরও সম্পর্ক থাকতে হয়।