বেসরকারি উন্নয়নমূলক সংস্থা আশা’র শিক্ষা কর্মসূচির আওতাভুক্ত ৬ষ্ঠ-৮ম শ্রেণি পর্যন্ত পাইলটিং কর্মসূচির পাঠদান কেন্দ্র কৃষ্ণনগর হোসেনিয়া উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে অভিভাবক মতবিনিময় সভা ও বাৎসরিক মূল্যায়নের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে৷ গতকাল বুধবার সকাল ১০ ঘটিকার সময় বিদ্যালয়ের হল রুমে প্রধান শিক্ষক জনাব মোঃ জয়নাল আবেদীন এর সভাপতিত্বে ও বাংলা বিষয়ের সহকারী শিক্ষক জনাব মোঃ রইসুজ্জামান এর সঞ্চালনায় উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়৷
আশা শিক্ষা কর্মসূচিতে অধ্যয়নরত প্রায় একশত জন শিক্ষার্থীর অভিভাবকদের পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং আশা শিক্ষা কর্মসূচি নিয়ে তাদের মতামত ব্যাক্ত করেন৷ অনুষ্ঠানে দীর্ঘ এক বছর যাবৎ পাঠদানের পর শিক্ষার্থীদের বিকাশ ও প্রত্যাশা পূরণের বিভিন্ন দিক নিয়ে বিস্তর আলোচনা করা হয়৷ তাছাড়া বাৎসরিক মূল্যায়ন পরীক্ষায় সর্বোচ্চ ফলাফলধারী ৯ জন শিক্ষার্থী ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী আরও ১৫জন শিক্ষার্থীর মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়৷
উক্ত অভিভাবক মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- কৃষ্ণনগর হোসেনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ জয়নাল আবেদীন, আশা সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট ম্যানেজার নজরুল ইসলাম প্রধান, আশা রিজিওনাল ম্যানেজার দিপক চন্দ্র সরকার, সিলেট বিভাগীয় এডুকেশন অফিসার মোঃ হাবিবুর রহমান, আশা মঙ্গলকাটা ব্রাঞ্চের সিবিএম মোঃ হেলাল মিয়া, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব আফসারী খানম শাম্মী, সিনিয়র শিক্ষক অলি রাণী দাস, ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক জনাব মোঃ নজরুল ইসলাম, গণিত বিষয়ের সহকারী শিক্ষক রণি চক্রবর্তী, সামাজিক বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক কবির হোসেন, শিক্ষক জনাব গোলাম মোস্তফা, আশা শিক্ষা কর্মসূচির সুপারভাইজার মোঃ আব্দুল হক, কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমেনা বেগম, অভিভাবক ইসমাইল হোসেন প্রমুখসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষকগণ৷
এর আগে পবিত্র গ্রন্থ আল-কুরআন থেকে তেলাওয়াত জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়৷ আশা সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট ম্যানেজারের স্বাগত বক্তব্যের পরপরই বিগত মাসিক পরীক্ষাগুলোতে ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থী এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে আশা’র পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হয়৷
উক্ত সভায় অভিভাবকগণ স্বতঃস্ফূর্তভাবে আলোচনায় অংশগ্রহণ করেন৷ অতিথি এবং অভিভাবকদের আলোচনায় আশা শিক্ষা কর্মসূচির লক্ষ্য, উদ্দেশ্য, শিক্ষার্থীদের মানোন্নয়ন এবং আগামী শিক্ষাবর্ষের ভাবনা ও সার্বিক পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরা হয়৷ শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা শেষে সভাপতির সমাপনি বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করা হয়৷
উল্লেখ্য যে, বেসরকারি উন্নয়নমূলক সংস্থা আশা সমগ্র দেশের প্রত্যন্ত অঞ্চলে পরিচালিত আশা শিক্ষা কর্মসূচির অংশ হিসেবে বিগত ফেব্রুয়ারী মাস হতে সুনামগঞ্জ জেলার একমাত্র মাধ্যমিক প্রতিষ্ঠান কৃষ্ণনগর হোসেনিয়া উচ্চ বিদ্যালয়ে পাইলটিং হিসেবে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির মোট একশত জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে৷
#প্রেস বিজ্ঞপ্তি