স্টাফ রিপোর্টারঃ বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও যুক্তরাজ্য বিএনপি’র সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ বলেছেন, সম্মিলিত আন্দোলনের মাধ্যমে আমরা সফল হয়েছি। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানাচ্ছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো- যত দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিয়ে নির্বাচন দিন এবং সেই নির্বাচনের মাধ্যমে আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে।
শুক্রবার(১ নভেম্বর) বিকেলে শান্তিগঞ্জের পূর্ব পাগলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও যুক্তরাজ্য বিএনপি নেতা ফারুক মিয়ার আয়োজনে চিকারকান্দি গ্রামে গণসংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দীর্ঘ এক যুগের বেশি সময় দেশে আসতে পারিনি। দেশে আপনারাও নির্যাতিত ছিলেন। আমরা নির্যাতিত ছিলাম প্রবাসে থেকেও। এই জালিম সরকার আমাদের হামলা মামলা দিয়ে জর্জরিত করেছিল৷ আল্লাহ আমাদের ডাক শুনেছেন৷ তাই এই জালিম সরকারের পতন হয়েছে। আজ যদি জালিম সরকার ক্ষমতায় থাকতো আমরা এতো সুন্দর করে এখানে মিটিং করতে পারতাম না। সবার দোয়া ও আল্লাহর হুকুমে আমি আবারও আপনাদের মাঝে এসেছি৷
তিনি আরও বলেন, আমি আপনাদের সহযোগিতা চাই, আপনাদের ভালোবাসা চাই, আপনাদের মনের ভিতরে থাকতে চাই। আপনাদেরকে সাথে নিয়ে এই সুনামগঞ্জের, দক্ষিণ সুনামগঞ্জের রাজনীতি করতে চাই। এর আগে সুনামগঞ্জ ৩ আসনে যিনি তিন তিনবারের বিনা ভোটের এমপি ছিলেন, তখন শান্তিগঞ্জের মানুষ কোনো শান্তিতে ছিলেন না। তারা সবচাইতে বেশি নির্যাতিত ছিলেন। আমরা এলাকার সব খবরাখবর রাখতাম, দেশে মেগাপ্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে। একটা শান্তির সমাজ ও আগামীর বাংলাদেশ বির্নিমানে আমাকে আপনারা সেই সুযোগ করে দিবেন। আমি আশা করি এই সুযোগটুকু পাবো। আমি আপনাদের সাথে আছি এবং শেষ পর্যন্ত থাকবো।
কয়ছর এম আহমদ বলেন, বিএনপি ক্ষমতায় আসলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। আপনারা আমাকে যেভাবে বরণ করে নিলেন সত্যি আমি আজ অভিভূত ও আবেগাপ্লুত। আপনাদের জন্য একটা অনুরোধ সবসময় মানুষের পাশে থাকবেন, মনে রাখবেন রাজনীতি হচ্ছে আশে পাশের মানুষের সুবিধা অসুবিধা দেখভাল করা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রওশন খান সাগর। দরগাপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও প্রাক্তন ইউপি সদস্য আবদাল হোসেন, যুবদল নেতা ফরিদ গাজী ও আবু জাফরের যৌথ পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যুক্তরাজ্য বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সুজাতুর রেজা চৌধুরী, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আনছার উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মুনাজির হোসেন, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক কামরুল ইসলাম রাজু, তোফাজ্জল হক, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রশিদ আমিন, জেলা যুবদল নেতা মুমিনুল হক কালাচাঁন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মুরাদ চৌধুরী, জেলা ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক তারেক রহমান।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সহ-সভাপতি ইলিয়াছ মিয়া, সিরাজ মিয়া, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আওলাদ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ মোশাহিদ, তোফায়েল আহমদ, জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম নাঈম, প্রচার সম্পাদক হিফজুর রহমান চৌধুরী দিদার,জেলা যুবদলের সদস্য আবদুল মজিদ, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক জহির উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হোসাইন, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন মিয়া, জেলা কৃষক দলের আহ্বায়ক অজিত দাশ, উপজেলা ওলামা দলের সভাপতি সজীব আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জিয়ারউর রহমান তুহিন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক সুয়েব আহমদ, জুনেদ আহমদ ফয়সল, ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ও ইউপি সদস্য লিটন মিয়া, জেলা প্রজন্মদলের সভাপতি জাহিদুল ইসলাম।