স্টাফ রিপোর্টারঃ ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই মূল প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শান্তিগঞ্জে আন্তঃ ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(৬ অক্টোবর) বিকাল ৩.০০ ঘটিকায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ইউকে এইড ও দি হাঙ্গার প্রজেক্টের অর্থায়নে এবং শান্তিগঞ্জের পিএফজি’র আয়োজনে এ আন্তঃ ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়।
শান্তিগঞ্জ পিএফজি’র সমন্বয়কারী দোলন রানী তালুকদার এর সভাপতিত্বে ও পিএফজি এম্বাসেডর জিয়াউর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম আলী, এমআইপিএস কার্যক্রম ও সংলাপের সারসংক্ষেপ উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের প্রশিক্ষক মোঃ তুহিন আফসারী।
আরও বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা, সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল বাছিত সুজন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, পিএফজি সদস্য ও জয়কলস ইউপি মেম্বার মোঃ লিটন মিয়া।
এছাড়া সাম্প্রদায়িক সহিংসতা রোধে করনীয় বিষয়াদি নিয়ে সংলাপ অনুষ্ঠানে ইমাম, পুরোহিত ও অন্যান্য ধর্মীয় নেতা এবং সুশীল সমাজের নেতৃবৃন্দরা উন্মুক্ত বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লুৎফুর রহমান জায়গীরদার খোকন, দি হাঙ্গার প্রজেক্ট এফএফ কুদরত পাশা, ইউসি সাইফ উল্লাহ, হারান চন্দ্র ধর, পিএফজি সদস্য মোঃ সিরাজ মিয়া, মুনসুর মিয়া, সৈয়দ আলম, ইসলামিক ফাউণ্ডেশন মিজানুর রহমান, জমিয়ত নেতা জাহাঙ্গীর আলম, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব সঈদ, সিনিয়র সহ-সভাপতি সামিউল কবির, সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ প্রমূখ।