সুনামগঞ্জের ধর্মপাশা লিড সংস্থা পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের সার্বিক সহযোগিতায় এফআইভিডিবি উইমেন লেড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্পের আয়োজনে সিআরএ’র ফলাফল যাচাইকরণ ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নিকট হস্তান্তর বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১২, ৩০ টায় উপজেলার পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো,গিয়াস উদদীন, প্রকল্পের ইউনিয়ন মোবিলাইজার ইমরান আহমদ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন এফআইভিডিবি উইমেন লেড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্পের সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী মো. জাকির হোসেন। এতে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল মোওালিব সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুদ তুষার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলা উদ্দীন , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল কবির জয়শী ইউনিয়ন চেয়ারম্যান সঞ্জয় রায় সদর ইউপি চেয়ারম্যান মো,জুবায়ের পাশা,পাইকুরাটি চেয়ারম্যান মোজাম্মেল হক সেলবরষ ইউপি গোলাম ফরিদ ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ প্রকল্পের মনিটরিং এন্ড ইভালোশন অফিসার ইউনিয়ন মোবিলাইজার আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
সিআরএ কার্যক্রম বিষয়ে উপস্থাপন করেন প্রকল্পের মনিটরিং এন্ড ইভালোয়েশন অফিসার দীপংকর দে। এসময় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও চারটি ইউনিয়নের ( সদর ইউনিয়ন, জয়সী ইউনিয়ন, পাইকুরাটি ইউনিয়ন ও সেলবরষ) চেয়ারম্যান ও সচিবগণের কাছে সিআরএ’র ফলাফল যাচাইকরণ প্রতিবেদন হস্তান্তর করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি