নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী মিন্টু রঞ্জন ধর (৫০) আর নেই। রোববার সকালে কলকাতার একটি হসপিটালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, ২ ভাইসহ বহু আত্মীয়- স্বজন ও গুণগ্রাহী রেখে যান। দীর্ঘদিন ধরে তিনি লিভারজনিত রোগে ভুগছিলেন। ইতোপূর্বে তার লিভার ট্রান্সপ্ল্যান্ট করা হলেও আবারও লিভারে জটিলতা দেখা দেয়।
উল্লেখ্য যে, প্রয়াত মিন্টু রঞ্জন ধর জগন্নাথপুরের পৌরশহরের ব্যবসায়ীদের মধ্যে উল্লেখযোগ্য মুখ। তিনি স্থানীয় উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। ২০০৯ সালে জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তার ভাই জগন্নাথপুর উপজেলার সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ও গরীবের ডাক্তার খ্যাত সিলেট ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজির সহকারী অধ্যাপক মধুসুদন ধর।
এদিকে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে জগন্নাথপুরে। জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মিন্টু রঞ্জন ধরের মৃত্যুতে শোক প্রকাশ জানিয়োছেন জগন্নাথপুরের সর্বস্তরের ব্যক্তিবর্গ। শোক জ্ঞাপনকারীরা প্রয়াত মিন্টু রঞ্জন ধরের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।