দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ সুনামগঞ্জের দিরাইয়ে পৃথক দুই গ্রামে পানিতে ডুবে দুই শিশু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। বুধবার সকাল থেকে দুপুরের মধ্যে উভয় ঘটনা ঘটে। পরে শিশুদেরকে দিরাই হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
দিরাই উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলার রাজানগর ইউনিয়নের কাইমা গ্রামের আনোয়ার মিয়ার ছেলে আমিরুল ইসলাম (১) নিজ বাড়িতে ও জগদল ইউনিয়নের জগদল গ্রামের ফুজায়েল আহমদের ছেলে আফসান মিয়া (৩) নানার বাড়ি তাড়ল গ্রামে ১টা থেকে দেড়টার মধ্যে পানিতে ডুবে মারা যায়। হাসপাতালে নিয়ে আসার পর তাদেরকে মৃত ঘোষণা করা হয়।
নিহত শিশুর পরিবারের লোকজন জানান, হঠাৎ দুপুরের দিকে তাদেরকে খোঁজে পাওয়া না গেলে পরবর্তীতে পানি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। পরিবারের অগোছরে কোন এক সময় খেলতে গিয়ে পানিতে পড়ে যায় বলে তাদের ধারণা।
এ ব্যাপারে দিরাই থানার এসআই মাহবুব সিদ্দিকি জানান, উভয় শিশুই ১টা থেকে দেড়টার মধ্যে মধ্যে পরিবারের অগোছরে পানিতে পড়ে মারা যায়। শিশুদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান। ধারণা করা হচ্ছে, শিশু আমিরুল হামাগুড়ি দিয়ে ও আফসান পরিবারের অজান্তে পানিতে পড়ে যায়।