শুক্রবার (২৩শে আগস্ট) বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে আস্থা প্রকল্প সুইস এজেন্সি ফর ডেভলপমেন্ট এন্ড কোঅপারেশন (এসডিসি) এর আর্থিক সহযোগিতায় বাংলাদেশের ১৮টি জেলার ১৪৭টি উপজেলায় বাস্তবায়নের লক্ষ্য ৩দিন ব্যাপী শান্তিগঞ্জ এফআইভিডিবি প্রশিক্ষণ কেন্দ্রে প্রথম ব্যাচে দোয়ারাবাজার উপজেলা যুব ফোরামের ৩০জন সদস্যদের সংবেদনশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে যুব নেতৃত্ব এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিষয়ক যুব ফোরামের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ শুরু হয়েছে।
প্রশিক্ষণের উদ্বোধন করেন সুনামগঞ্জ নাগরিক প্লাটফর্মের সদস্য সচিব জাহাঙ্গির আলম, এনজিও সংস্থা পদ্মা’র নির্বাহী পরিচালক জেলা নাগরিক প্লাটফর্মের সদস্য মো: সাজ্জাদুর রহমান, প্রশিক্ষণ সঞ্চালনা করেন রূপান্তর আস্থা প্রকল্পের সিলেট ক্লাস্টার সমন্বয়কারী হাসান তারেক, জেলা সমন্বয়কারী, লাভলী সরকার লাবন্য, ফিল্ড অফিসার আল ইমরান মুন্না ও মো: রাজিব হাসান প্রমুখ ।