শান্তিগঞ্জের পাথারিয়া বাজারের সরকারি যাত্রী চাউনি ভাঙলো দুর্বৃত্তরা, জনমনে ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
আপডেট সময়
বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
৬১
বার
স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের শান্তিগঞ্জে সরকারি জায়গায় নির্মাণ করা যাত্রীচাউনি ভেঙেছে দুর্বৃত্তরা। এতে সমস্যায় পড়েছেন বিভিন্ন এলাকা থেকে আসা যাত্রীরা। ঘটনাটি ঘটেছে উপজেলার পাথারিয়া ইউনিয়নের পাথারিয়া বাজার এলাকায়। এতে চরম ক্ষোভ প্রকাশ করেছেন বাজারের ব্যবসায়ীরা। জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামীলীগের সরকারের পথনের পর দুর্বৃত্তরা পাথারিয়া বাজারের যাত্রীচাউনিটি ভেঙে ফেলে। এতে যেমন সরকারের ক্ষতি হয়েছে। তেমনি দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। যাত্রীদের কল্যাণে নির্মিত যাত্রীচাউনিটি ভাঙায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। এছাড়াও যাত্রী চাউনিটি ভেঙ্গে ফেলায় মেঘ বৃষ্টি ও রোদের সময়ে দূভোর্গে পড়তে হচ্ছে স্কুল কলেজে পড়–য়া শিক্ষার্থীরা। দ্রুত এই দুষ্কৃতকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জোর দাবী জানিয়েছেন তারা। এ ব্যাপারে পাথারিয়া বাজারের পাহাড়াদার আমির উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি রাত ১০ টায় বাজারে এসে দেখেন যাত্রী ছাউনী ভাঙ্গা তবে কে বা কাহারা ভাঙ্গছে সেটা বলতে তিনি নারাজ। এ ব্যাপারে পাথারিয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি আলী নেওয়াজের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে বক্তব্য দিতে অপারকতা প্রকাশ করেন। এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি। ইতিমধ্যেই এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে একটি প্রতিবেদন দেওয়ার জন্য পাথারিয়া ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদারকে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা সহ যাত্রী চাউনীটি সংস্কারের ব্যবস্থা করা হবে।