শনিবার দুপুরে শান্তিগঞ্জ পয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ৫ আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় অর্জনের পর আমরা পিএফজি বিএনপির সদস্যরা আওয়ামী লীগের সদস্যদের সাথে কথা বলেছি। তাদের আস্বস্থ করেছি শান্তিগঞ্জে কোন ধরণের রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা হবে না। সারা দেশে মন্ত্রী এমপিদের বাড়ীতে হামলা অগ্নিসংযোগ হলেও শান্তিগঞ্জ-জগন্নাথপুর আসনের এমপি এমএ মান্নান শান্তিগঞ্জে নিজ বাসাতে আছেন। এখানে কোন রাজনৈতিক দলের প্রতিনিধি বা বাসা বাড়িতে হামলার ঘটনা ঘটেনি। আমরা বিএনপির নেতা কর্মীরা নিজ নিজ এলাকায় হিন্দুদের মন্দির পাহারার ব্যবস্থা করেছি। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের পাশে দাড়িয়েছি আমাদের এলাকায় কোন ধরনের সহিংসতা হয়নি। আমরা আশা করি আমাদের এলাকায় রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা হবে না।
এ সময় বক্তব্য রাখেন, শান্তিগঞ্জ পিএফজির বিএনপির এ্যাম্বাসেডর জিয়াউর রহমান, পিএফজির সদস্য মো. সিরাজ মিয়া, মো: লিটন মিয়া মেম্বার, শান্তিগঞ্জ পল্লী বিদ্যুৎ এর পরিচালক ফরিদুর রহমান, যুবদলের জমির, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শাহ আলম, আলী আহমদ ও জুয়েল প্রমূখ।