বৃহস্পতিবার(৮ আগস্ট) সকালে শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার ও শান্তিগঞ্জ বাজরের মান্নান চত্বর থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করে সাধারণ শিক্ষার্থীরা। এরপর কয়েকটি দলে বিভক্ত হয়ে উপজেলার বিভিন্ন জায়গায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে তারা। এ কাজে বিশ্ববিদ্যালয়, কলজে, স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও অংশগ্রহণ করনে।
হাম্মাদ নামের এক শিক্ষার্থী জানান, নতুন বাংলাদেশের রুপকার আমরা তরুন শিক্ষার্থীরা। শান্তিগঞ্জ আমাদের তাই আমরাই আমাদের শহর সাজাবো। এখানে কোন প্রোফাইল নেই আমরা সবাই ছাত্রসমাজ। দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন জায়গায় অনেক ময়লা-আবর্জনা জমা হয়েছে। একটি সুন্দর সোনার বাংলাদেশ গড়তে আজ আমরা নিজেরাই এই উদ্যোগ গ্রহন করেছি।