স্টাফ রিপোর্ট::
সুনামগঞ্জের শান্তিগঞ্জে ২০২৩-২৪ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় হাওড় অধ্যুষিত অঞ্চলে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে হাওর ও খাল বিলে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে প্রায় ২ লাখ টাকার অবৈধ রিংজাল জাল ও চায়না দুয়ারী জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বুধবার (১০ জুলাই) সকালে উপজেলার জয়কলস ইউনিয়নের দেখার হাওড় এলাকায় অবৈধ রিং জাল ও চায়না দুয়ারী জব্দের অভিযান শুরু হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, ইঞ্জিনচালিত নৌকা যোগে শান্তিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন এর নেতৃত্বে শান্তিগঞ্জ উপজেলা মৎস্য হ্যাচারী কর্মকর্তা মনিরুজ্জামান ও শান্তিগঞ্জ থানা পুলিশের এ এস আই দিবাস চন্দ্র সহ সঙ্গীয় ফোর্সের উপস্থিতিতে অভিযান চালিয়ে অবৈধ রিং জাল ও চায়না দুয়ারী জব্দ করে স্থানীয় শান্তিগঞ্জ বাজারে জনসম্মুখে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন বলেন, ‘২ লাখ টাকার রিং জাল ও চায়না দুয়ারী পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ এলাকার মাছের প্রজনন ও বংশ বৃদ্ধির জন্য আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।