সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০৮:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫

জগন্নাথপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ৬২ বার
জগন্নাথপুর প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আছর উপজেলা সদর জামে মসজিদে জগন্নাথপুর উপজেলা এবং পৌর বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, জগন্নাথপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল হক, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ও জগন্নাথপুর উপজেলা বিএনপির সদস্য ডা. রাজা মিয়া, উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক নুরুল আলম, জগন্নাথপুর পৌর বিএনপির সদস্য হাবিল মিয়া, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশিম ডালিম, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সাদেক আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রাসেল বক্স, উপজেলা যুবদলের সদস্য রুকন মিয়া, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক শামিম আহমদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমিন, পৌর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক ইকবাল হোসেন, জগন্নাথপুর কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মারজান চৌধুরী, পাটলী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রুপন মিয়া, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি লিটন মিয়া সহ বিএনপি পরিবারের নেতাকর্মী বৃন্দ৷
মোনাজাতে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহ পাকের দরবারে মোনাজাত করা হয়৷ সেই সাথে জাতীয়তাবাদী পরিবারসহ সকলের সুস্বাস্থ্য কামনা করা হয় এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাগফিরাত কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর