বুধবার(২৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় আসামমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা৷
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খানের সভাপতিত্বে ও পাথারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেনের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাছুম মিয়া,এসো শিখি প্রকল্পের মোঃ তাহের উদ্দিন খান, পাথারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা চৌধুরী রোজী, শ্রীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুমেন আহমদ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সুরুজ আলী, অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোঃ জহিরুল ইসলাম, ইউপি সদস্য মোঃ রোশন আলী , অভিভাবক সদস্য আক্তার হোসেন, মোঃ রুকন মিয়া , পশ্চিম পাথারিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মান্নার মিয়া ও এইচ এম নাছিরসহ প্রমুখ।