স্টাফ রিপোর্ট::
শান্তিগঞ্জে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ দিনটি বিশেষ আয়োজনের মধ্য দিয়ে পালন করেছেন।
ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। দিবসটি উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯ টায় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লিবিদ্যুৎ, ফায়ার সার্ভিস, আনসার ও ভিডিপি, শান্তিগঞ্জ প্রেসক্লাব, উদীচী শিল্পী গোষ্ঠি ও বিজসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর উপজেলা পরিষদ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইকবাল হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম আলী, জয়কলস ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা প্রকৌশলী আল নূর তারেক, মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, সমবায় কর্মকর্তা রুহুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস, পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ সরকার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদার, হ্যাচারী কর্মকর্তা মনিরুজ্জামান মনির, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন, সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকীসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ প্রমুখ।
এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।