শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৪:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
সংবাদ শিরোনাম
একযুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া শান্তিগঞ্জে জমিয়তের গণসংবর্ধনা ও কাউন্সিল সফলের লক্ষ্যে প্রচার মিছিল  শান্তিগঞ্জে প্রভাবশালী কর্তৃক নিরীহ পরিবারের উপর হামলা, আদালতে মামলা দায়ের ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় জমিয়তের কোন বিকল্প নেই : কেন্দ্রীয় মহাসচিব কৃষ্ণনগরে আশা শিক্ষা কর্মসূচি’র অভিভাবক মতবিনিময় সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত শান্তিগঞ্জে বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা সভা শান্তিগঞ্জে জমিয়তের গণসংবর্ধনা ও কাউন্সিল শুক্রবার, প্রধান বক্তা তালহা আলম  জামালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ শান্তিগঞ্জে জমিয়তের গণ সমাবেশ সফল করার লক্ষে সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে দু-পক্ষের সংঘর্ষে, আহত ৪০

ইউপি চেয়ারম্যান সুফিকে প্রধান আসামী করে ২৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ৯৪ বার

স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের সিচনি এলাকায় ইউপি চেয়ারম্যান সুফি মিয়ার ছেলে ফাহিম ও নাইমসহ সংঘবদ্ধ চক্রের অতর্কিত ছুরিকাঘাতে নোমান মাহমুদ রুমন(৩৫) হত্যার ঘটনায় দরগাপাশা ইউপি চেয়ারম্যান সুফি মিয়াসহ ২৪ জনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে৷

সোমবার(২৪ জুন) নিহত নোমান মাহমুদ রুমনের ভাতিজা এবং গুরুতর আহত সাবেক ইউপি সদস্য জামিল আহমদ পায়েলের পিতা মৃত আব্দুল হামিদের ছেলে আজিজুর রহমান বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যা ৭টায় সিচনী পয়েন্টে জমি সংক্রান্ত বিরোধ ও  আধিপত্য বিস্তারের ধরে ইউপি চেয়ারম্যান সুফি মিয়ার দুই ছেলে ফাহিম আহমদ ও নাঈম আহমদ ও সংঘবদ্ধ চক্রের এলোপাতাড়ি  ছুরিকাঘাত শুরু করেন নোমান মাহমুদ রুমন ও সাবেক ইউপি সদস্য জামিল আহমদ পায়েলের উপর। পরে গুরুতর আহত অবস্থায় দু’জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা নোমান মাহমুদ ওরফে রুমন মিয়াকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার ৪ দিন পর গতকাল সোমবার নিহত নোমান মাহমুদ রুমনের ভাতিজা এবং গুরুতর আহত সাবেক ইউপি সদস্য জামিল আহমদ পায়েলের পিতা মৃত আব্দুল হামিদের ছেলে আজিজুর রহমান বাদী হয়ে দরগাপাশা ইউনিয়নের চেয়ারম্যান সুফিমিয়াকে প্রধান অভিযুক্ত করে ২৪ জনকে আসামী করে এবং ১০-১৫ জনকে অজ্ঞাত করে মামলাটি দায়ের করেন৷ এ ঘটনায় এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ৷ তবে হত্যার সাথে জড়িত মূল আসামীরা এখনো গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী৷

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী মোক্তাদির হোসেন হত্যা মামলার দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় আমরা ইতিমধ্যে ৬ জনকে গ্রেফতার করেছি। বাকি আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর