স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের শান্তিগঞ্জে মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার(১৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা মিনি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন।
শান্তিগঞ্জ বাজারের ব্যবসায়ী নাসির উদ্দিনের সভাপতিত্বে ও যুবদল নেতা রায়হান আহমদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল কাদির জিলানী, জয়কলস ইউনিয়ন যুবদলের সভাপতি আশরাফ মিয়া, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক ওবায়দুল করিম মাছুম, উপজেলা ছাত্রদল নেতা ইমরান হোসেন ও জানিনুর রশিদ জনিসহ আরও অনেকে৷
খেলা পরিচালনায় কমিটির সদস্যরা হলেন গোলজার, অলিউর, মুবিন, মুস্তিহার, আবু মুসা, জাহিদ হাসান, আবু সুফিয়ান, রুয়েল, শাহানুর, ত্বোহা, জাহেদ ও মারুফসহ প্রমুখ৷