ডেস্ক রিপোর্ট::
শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও দরগাপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রওশন খান সাগরের মা খোদেজা খানম বার্ধক্যজনিত কারণে মৃত্যু বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। রবিবার সন্ধ্যা সাড়ে ৫টায় সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি। তাঁর বয়স ছিলো ৮২ বছর। মৃত্যুকালে ২ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন মরহুম খোদেজা।
সোমবার বিকাল সাড়ে ৪টায় নিজ গ্রাম শান্তিগঞ্জের দরগাপাশা ইউনিয়নের ছয়হারা বাঘেরকোনার পশ্চিমের মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে তাঁকে।
মরহুমার নামাজে জানাজা শেষে মাতৃশোকে কাতর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও দরগাপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রওশন খান সাগর বলেন, এতোদিন মা ছিলেন, ঘরে ফিরে অসুস্থ্য হলেও মা’কে মা ডাকতে পেরেছি। অসুস্থ্য হলে সেবা করতে পেরেছি। যার মা নাই তার দুনিয়া অন্ধকার। আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেনো তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন।
সাগর খাঁনের মায়ের জানাজার নামাজে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পাথারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুর রশিদ আমিন, জিয়াউর রহমান জিয়া, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম নাঈম, পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপি নেতা ও প্রাক্তন ইউপি সদস্য আবদাল মিয়া, সাবেক প্রচার সম্পাদক হিফজুর রহমান চৌধুরী দিদার, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপি নেতা শাহীন আহমদ, খলিলুর রহমান খলিল, বিএনপি নেতা শামসুদ্দিন সুনু মিয়া, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ছালিক আহমদ, সিনিয়র সহ-সভাপতি যুবদল নেতা মোহাম্মদ আলী চৌধুরী শাহ আলম, শ্যামল চৌধুরী, শান্তিগঞ্জ ওলামা দলের সভাপতি সজীব আহমদ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ওলামাদল, শ্রমিকদল, প্রজন্মদল ও ছাত্রদলসহ সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।