এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী, কৃষি কর্মকর্তা আহসান হাবিব, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সঈদ, সিনিয়র সহ-সভাপতি সামিউল কবির, জয়কলস ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড সদস্য মোঃ লিটন মিয়া, এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকার তাজুল ইসলাম, মো.আংগুর মিয়া, নজরুল ইসলাম, নিহার মিয়া, তোফায়েল আহমেদ ও হুমায়ুন কবির প্রমূখ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের প্রস্তাবিত জায়গাটি পরিদর্শন করেছি৷ তারা লিখিত আবেদন দিলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব৷
উল্লেখ্য যে, পারিবারিক সুত্রে জানা যায়, এই মাধ্যমিক বিদ্যালয় স্থাপনে আস্তমা গ্রামের শিক্ষানুরাগী কানাডা প্রবাসী ডাঃ মো. আবু সাঈদ আলী আহমদ ও ডাঃ সুলতানা ওয়াহিদ চৌধুরী দম্পতি তাদের নিজস্ব মালিকানাধীন ১ (এক) একর জমি দান করার জন্য সম্মত হয়েছেন।