স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া উত্তরণ ক্লাবের উদ্যোগে উত্তরণ ক্লাব ও ডুংরিয়া স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ঐতিহ্যবাহী এম এ মান্নান প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
শুক্রবার(৬ নভেম্বর) সন্ধ্যায় শান্তিগঞ্জের নিজ বাসভবনে এই ফল প্রকাশ করেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান৷ এরপর তা প্রকাশ করে ডুংরিয়া উত্তরণ ক্লাব।
মেধা তালিকায় শান্তিগঞ্জ, জগন্নাথপুর ও সুনামগঞ্জ সদর এই তিন উপজেলা থেকে প্রথম গ্রেডে ১০ জন এবং দ্বিতীয় গ্রেডে ১৫ জন করে মোট ৭৫ জন শিক্ষার্থীকে বৃত্তির জন্য মনোনীত করা হয়৷
এর আগে গত ২৩ নভেম্বর ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত এই মেধাবৃত্তি পরীক্ষায় শান্তিগঞ্জ, জগন্নাথপুর ও সুনামগঞ্জ সদরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৭৪১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এসময় উপস্থিত ছিলেন, এম এ মান্নান প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক নিহার রঞ্জন দাস, উত্তরণ ক্লাবের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, উত্তরণ ক্লাবের সদস্য মাহতাবুল হক মাহফুজ ইয়াছিন আহমেদ, নেছার আহমেদ, কাউসার আহমেদ ও শাহ রিয়াজ ইমন প্রমুখ।