মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০২:০৩ অপরাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
জগন্নাথপুরে লড়াই করেও রক্ষা হলো না হাওর, বোরো ধান তলিয়ে যাচ্ছে

জগন্নাথপুরে লড়াই করেও রক্ষা হলো না হাওর, বোরো ধান তলিয়ে যাচ্ছে

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রাণপণ চেষ্টা করেও রক্ষা করা গেলেও একটি হাওর। নদীর পানিতে তলিয়ে যাচ্ছে আধা পাকা বোরো ধান। ফলে  কৃষকদের মধ্যে আহাজারি চলছে।

শনিবার সন্ধ্যায় উপজেলার পাটলী ইউনিয়নের আসামপুর এলাকায় নলজুর নদীর পাড় উপচে স্থানীয় হালির হাওরে পানি ঢুকছিল। হাওরের ফসল রক্ষায় স্বেচ্ছাশ্রমে কাজ করছিলেন স্থানীয়রা। বিকেল ৫ টা থেকে রাত ১২ টা পর্যন্ত পানি ঠেকাতে লড়াই চালান কৃষক ও এলাকাবাসী। তাঁদের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম লোকজন নিয়ে হাওর বাঁচাতে চেষ্টা চালান।

শেষ পর্যন্ত পানির প্রবল চাপের কাছে হারমানতে হলো তাঁদের। রাত ১২টার দিকে হু হু করে পানি ঢুকতে থেকে হাওরে। ফলে ফসল হুমকির মুখে পড়েছে।

 

স্থানীয়রা জানায়, উজানের ঢলে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় শনিবার সন্ধ্যার দিকে আসামপুর এলাকায় নলজুর নদীর পাড় উপচে হালির হাওরে পানি প্রবেশ করছিল। বিষয়টি স্থানীয় মসজিদের মাইকে জানানো হলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে পানি ঠেকাতে কাজ করছিলেন। রাত ১২ টা পর্যন্ত চেষ্টা করেও হাওর রক্ষা করা যায়নি।

স্থানীয় ওয়ার্ড মেম্বার পাটলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম  বলেন, ‘নদীর পাড় উপচে স্থানীয় আঘারকান্দি হাওরে পানি প্রবেশ করছে। আমরা হাওর রক্ষায় প্রাণপণ চেষ্টা চালিয়েও রক্ষা করতে পারিনি। তিনি জানান, এতে করে  হাওরের ৪০০ একর জমির আধাপাকা বোরো ধান পানিতে তলিয়ে যাচ্ছে।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়ে হাওর রক্ষায় সর্বাত্ত্বক চেষ্টা করেছি। পানির প্রচন্ড চাপে নদীর পাড় উপচে পানি প্রবেশ করেছে। কৃষকরা যাতে দ্রুত ফসল গোলায় তোলতে পারেন সেজন্য আমরা কিছু ধান কাটার শ্রমিক দিয়েছি।

সুত্রঃ জগন্নাথপুর২৪ ডটকম

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com