মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৮:৪১ পূর্বাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
বিক্ষোভের মধ্যেই পাকিস্তানের মন্ত্রিসভায় রদবদল

বিক্ষোভের মধ্যেই পাকিস্তানের মন্ত্রিসভায় রদবদল

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে পাকিস্তানের মন্ত্রিসভায় রদবদল আনা হয়েছে। সোমবার এই রদবদলের ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

ডন জানিয়েছে, দেশটির রেলমন্ত্রী শেখ রশিদকে বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করতেন এজাজ শাহ। তার কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে শেখ রশিদকে দায়িত্ব দেয়া হয়েছে।

অন্যদিকে বর্তমান রেলমন্ত্রী হবেন আজম খান স্বাতী। শেখ রশিদ তার বিতর্কিত বক্তব্যের জন্য পরিচিত।

রেলমন্ত্রী থাকাকালীন ভারতকে তিনি হুমকি দিয়ে বলেছিলেন, পাকিস্তানের ১২৫ থেকে ২৫০ গ্রাম ওজনের ছোট ছোট পারমাণবিক বোমা রয়েছে। এমনকি পাকিস্তান সহজেই এই বোমা দিয়ে ভারতকে টার্গেট করতে পারে।

গত তিন মাস ধরে সরকারের বিরুদ্ধে করা বিরোধীদের আন্দোলন চলছে পাকিস্তানে।

ইমরানবিরোধী রাজনীতিতে বিরোধীরা সোচ্চার হয় সেপ্টেম্বর মাস থেকে। অক্টোবর মাসে দেশটির বিভিন্ন রাজনৈতিক দল মিলে পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম) গঠন করে।

ইমরান সরকারের বিরুদ্ধে আন্দোলন ছড়িয়ে দিতে দেশটির বামপন্থী, ডানপন্থীসহ উদার ও ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলো অভূতপূর্ব এই ঐক্য গড়ে তোলে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com