সোমবার, ০৬ মে ২০২৪, ০৮:১৬ অপরাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
জগন্নাথপুরে নতুন নতুন এলাকা বন্যায় প্লাবিত, বেড়েছে দুর্ভোগ

জগন্নাথপুরে নতুন নতুন এলাকা বন্যায় প্লাবিত, বেড়েছে দুর্ভোগ

জগন্নাথপুর প্রতিনিধিঃ  সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে।

সোমবার জগন্নাথপুর পৌরসভা,কলকলিয়া
চিলাউড়া- হলদিপুর,রানীগঞ্জ ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন গ্রামের বন্যার পানি বেড়েছে। এসব এলাকার লোকজন পানিবন্দি হয়ে পড়েছেন বলে স্থানীয় সুত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, সোমবার ভোর রাতের দিকে উপজেলার হলদিপুর ইউনিয়নের দাসনাগাঁও গ্রামে বন্যার পানি বাড়তে থাকে। সকালের দিকে গ্রামের অনেকের বসতঘরে পানি প্রবেশ করেছে। পানি ঢুকেছে কৃষক গৌরাঙ্গ দাসের বসতবাড়ির ধানের গোলায়। গোলায় প্রায় ৩০০ মণ ধান ছিল। তাই বন্যার পানিতে ধান ভেসে যাওয়ার শঙ্কায় ২৫০ মণ বিক্রি করেছেন তিনি।
স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য রনধীর কান্ত নান্টু দাস বলেন, বন্যার পানি বেড়ে যাওয়ায় লোকজন দুর্ভোগে পড়েছেন। নতুন করে শতাধিক পরিবারের বসতঘরে পানি রয়েছে হাঁটু সমান। পানিবন্দি মানুষ ঘরের গবাদিপশু এবং গোলার ধান নিয়ে পড়েছেন বিপাকে।

এদিকে বন্যা পরিস্থিতি চরম অবনতি হয়েছে জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নে। গতকালও ইউনিয়নের নতুন নতুন গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। যাতায়াতের রাস্তা-ঘাট পানিতে তলিয়া যাওয়ায় মানুষ আশ্রয় কেন্দ্রে যেতে পারছেন না। অনেকেই পানিবন্দি পরিবার পানির ওপর চাঙারি বেঁধে অবস্থান নিয়েছেন।

কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাসিম বলেন, আমাদের ইউনিয়নের ৯০ ভাগ মানুষ পানিবন্দি। গ্রামীণ রাস্তা-ঘাট পানিতে তলিয়ে যাওয়ায় লোকজন আশ্রয়কেন্দ্রে যেতে পারছেন না। আমরা ৩৫টি পরিবারকে আশ্রয় কেন্দ্রে পাঠিয়েছি।

রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা বলেন, পানি বাড়ছেই। গতকালও প্রাচীনতম রানীগঞ্জ বাজারের একাংশে পানি ওঠেছে। চার গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম বলেন, প্রতিটি ইউনিয়নের দুটি করে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আমরা বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি করছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com