বুধবার, ০৮ মে ২০২৪, ০১:০৬ পূর্বাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
জৈন্তাপুরে এসএসসি সমমান পরীক্ষায় পাসের হার ৭৯.৪৫ ভাগ

জৈন্তাপুরে এসএসসি সমমান পরীক্ষায় পাসের হার ৭৯.৪৫ ভাগ

নাজমুল ইসলাম::  

জৈন্তাপুরে এস.এস.সি সমমান পরীক্ষায় ৩০টি জিপিএ-৫ সহ এস.এস.সিতে পাসের হার ৭৯.৪৫%, দাখিলে পাশের হার ৮৮.৫৫% ও এসএসসি ভোকেশনালে পাসের হার ৭১.০৫%, মাধ্যমিকে পাশের হার ৭৯.৬৮% উপজেলায় ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের গড় পাসের হার ৭৯.৪৫%।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়- সারাদেশের ন্যায় ২০২০ সনের এস.এস.সি পরীক্ষায় জৈন্তাপুর উপজেলা হতে ১৪টি মাধ্যমিক বিদ্যালয় হতে ১হাজার ৭শত ৩জন শিক্ষার্থী অংশ গ্রহন করে ২২টি জিপিএ-৫ সহ পাস করেছে ১হাজার ৩শত ৫৭জন শিক্ষার্থী।

তার মধ্যে জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয় ১১টি জিপিএ-৫ সহ পাশ করেছে ৭৬জন, পাসের হার ৮৪.৪৪%, জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয় ২টি জিপিএ-৫ সহ পাস করেছে ৮৪জন পাসের হার ৮১.৫৫%, রাংপানি ক্যাপ্টেন রশিদ উচ্চ বিদ্যালয় ১টি জিপিএ-৫ সহ পাস করেছে ২২৭জন পাশের হার ৮২.৫৫%, বাউরভাগ উচ্চ বিদ্যালয় ১টি জিপিএ-৫ সহ পাস করেছে ৪৬জন পাশের হার ৭৩.০২%, ব্রিগ্রেডিয়ার মজুমদার বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় হতে ১টি জিপিএ-৫ সহ পাস করেছে ৪২জন পাশের হার ৭৬.৩৬%, সারীঘাট উচ্চ বিদ্যালয় হতে পাশ করেছে ৮৭জন পাশের হার ৬০.৮৪%, সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয় ১টি জিপিএ-৫ সহ পাশ করেছে ১৮৭জন পাশের হার ৮৬.৬০%, মাওলানা আব্দুল লতিফ জুলেখা গালর্স উচ্চ বিদ্যালয় ১টি জিপিএ-৫ সহ পাশ করেছে ৪০জন পাশের হার ৮০%, খাজার মোকাম উচ্চ বিদ্যালয় হতে পাশ করেছে ৩৭জন পাশের হার ৯৪.৮৭%, হরিপুর বহুমুখি উচ্চ বিদ্যালয় ৩টি জিপিএ-৫ সহ পাশ করেছে ১৮৭জন পাশের হার ৭৬.৩৩%, চিকনাগুল আর্দশ উচ্চ বিদ্যালয় হতে পাশ করেছে ১৫০জন পাশের হার ৮৬.৭১%, রমজার রূপজান বাগোর খাল একাডেমী ১টি জিপিএ-৫ সহ পাশ করেছে ৭৮জন পাশের হার ৮৩.৮৭%, চারিকাটা উচ্চ বিদ্যালয় হতে পাশ করেছে ৬০জন পাশের হার ৮২.১৯%, এবং এম.আহমদ পাবলিক নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হতে পাশ করেছে ৫৬জন পাশের হার ৮১.১৬%। উপজেলা মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিনে ৪টি দাখিল মাদ্রাসা হতে ১শত ৬৬জন শিক্ষার্থী অংশ গ্রহন করে পাশ করেছে ১শত ৪৭জন শিক্ষার্থী। দাখিলে পাশের হার ৮৮.৫৫%। তারমধ্যে খরিল নেজামুল উলুম আলিম মাদ্রাসা হতে পাশ করেছে ২৩জন পাশের হার ৭৬.৬৭%, জৈন্তা ডিএস মাদ্রাসা হতে পাশ করেছে ৬৯জন পাশের হার ৮৯.৬১%, সেনগ্রাম মোহাম্মদীয়া সালাফিয়া দাখিল মাদ্রাসা হতে পাশ করেছে ২০জন পাশের হার ৮৬.৯৬%, এবং চারিকাটা দারুল ইসলাম মাদ্রাসা হতে পাশ করেছে ৩৫জন পাশের হার ৯৭.৯৬%। অপরদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে উপজেলার ৩টি বিদ্যালয় হতে এস.এস.সি (ভোকেশনাল) পরীক্ষায় ২শত ২৮জন শিক্ষার্থী অংশ গ্রহন করে পাশ করেছে ১শত ৬২জন শিক্ষার্থী। কারিগরিতে পাশের হার ৭১.০৫%, তারমধ্যে জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজ হতে ৪টি জিপিএ-৫ সহ পাশ করেছে ৬৯জন পাশের হার ৬১.৬১%, ব্রিগ্রেডিয়ার মজুমদার বিদ্যানিকেন উচ্চ বিদ্যালয় ২টি জিপিএ-৫ সহ পাশ করেছে ৬৩জন পাশের হার ৭৬.৮৩%, আমিনা হেলালী টেকনিকেল কলেজ হতে ২টি জিপিএ-৫ সহ পাশ করেছে ৩০জন পাশের হার ৮৮.২৪%।

উপজেলার রেজাল্ট বিশ্লেষণ করে দেখা যায় এসএসসি ও সমমান পরীক্ষায় উপজেলার ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাশের গৌরব কেউ অর্জন করতে পারেনি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলাইমান হোসেন বলেন, পাসের হার মোটামুটি ভালো হয়েছে। আগামীতে যাতে আরও ভালো ফলাফল করা যায় তার সকল প্রচেষ্টা করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com