মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০১:০৯ পূর্বাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ১৪ হাজার ছাড়াল

করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ১৪ হাজার ছাড়াল

অনলাইন ডেস্কঃ  
চীনের উহান থেকে বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৮ লাখ ৫৭ হাজার ৩৫৪ জন।
প্রাণ হারিয়েছে ১ লাখ ১৪ হাজার ৩৬৭ জন। তিন মাসেও প্রাণঘাতী এ ভাইরাস নিয়ন্ত্রণের লক্ষণ নেই। ইতিমধ্যে করোনায় বিপর্যস্ত হয়ে পড়েছে সারাবিশ্ব। গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৪১৫ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৭২ হাজার ৬১৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৪ লাখ ২৮ হাজার ৭৩৫ জন।
সবমিলিয়ে, বর্তমানে ১৩ লাখ ১১ হাজার ৫৩৩ জন আক্রান্ত রয়েছে। তাদের মধ্যে ১২ লাখ ৬০ হাজার ৬৭৫ জন চিকিৎসাধীন, যাদের অবস্থা স্থিতিশীল। আর ৫০ হাজার ৮৫৮ জনের অবস্থা গুরুতর, যাদের অধিকাংশই আইসিইউতে রয়েছে।
করোনাভাইরাসে বিশ্বের সবচেয়ে বিপর্যস্ত দেশ যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত হয়েছে। বর্তমানে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৬০ হাজার ৩০০ জন এবং মারা গেছে ২২ হাজার ৪২১ জন।
এছাড়া ইতালিতে আক্রান্ত ১ লাখ ৫৬ হাজার ৩৬৩, মারা গেছে ১৯ হাজার ৮৯৯ জন। স্পেনে মোট আক্রান্ত ১ লাখ ৬৬ হাজার ৮৩১, মারা গেছে ১৭ হাজার ২০৯ জন।
জার্মানিতে আক্রান্ত ১ লাখ ২৭ হাজার ৮৫৪, মারা গেছে ৩ হাজার ২২ জন। চীনে আক্রান্ত ৮২ হাজার ১৬০, মারা গেছে ৩ হাজার ৩৪১ জন। ফ্রান্সে আক্রান্ত ১ লাখ ৩২ হাজার ৫৯১, মারা গেছে ১৪ হাজার ৩৯৩ জন।
ইরানে আক্রান্ত ৭১ হাজার ৬৮৬, মারা গেছে ৪ হাজার ৪৭৪ জন। যুক্তরাজ্যে আক্রান্ত ৮৪ হাজার ২৭৯, মারা গেছে ১০ হাজার ৬১৬ জন। বেলজিয়ামে আক্রান্ত ২৯ হাজার ৬৪৭, মারা গেছে ৩ হাজার ৬০০ জন। নেদারল্যান্ডসে আক্রান্ত ২৫ হাজার ৫৮৭, মারা গেছে ২ হাজার ৭৩৭ জন।
সুইজারল্যান্ডে আক্রান্ত ২৫ হাজার ৪১৫, মারা গেছে ১ হাজার ১০৬ জন। তুরস্কে আক্রান্ত ৫৬ হাজার ৯৫৬, মারা গেছে ১ হাজার ১৯৮ জন। ব্রাজিলে আক্রান্ত ২২ হাজার ৩১৮, মারা গেছে ১ হাজার ২৩০ জন।
এছাড়া ভারতে মোট আক্রান্ত ৯ হাজার ২৪০, মারা গেছে ৩৩১ জন। পাকিস্তানে আক্রান্ত ৫ হাজার ৩৭৪, মারা গেছে ৯৩ জন। বাংলাদেশে আক্রান্ত ৬২১, মারা গেছে ৩৪ জন।
এ রোগের কোনো উপসর্গ যেমন জ্বর, গলা ব্যথা, শুকনো কাশি, শ্বাসকষ্ট, শ্বাসকষ্টের সঙ্গে কাশি, এর কারণে স্বাদ ও গন্ধের অনুভূতিও কাজ না করতে পারে তাই এগুলো দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

সুত্রঃ যুগান্তর

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com