সোমবার, ০৬ মে ২০২৪, ০৬:২৮ পূর্বাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
বাংলাদেশ ম্যাচের উইকেট নিয়ে ইনজামামের অসন্তোষ

বাংলাদেশ ম্যাচের উইকেট নিয়ে ইনজামামের অসন্তোষ

স্পোর্টস ডেস্কঃ  
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের উইকেট নিয়ে অসন্তুষ্ট ইনজামাম-উল হক ও রশিদ লতিফ
পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের বেশির ভাগ কি তাহলে ইউটিউবার হয়ে গেলেন? শোয়েব আখতার, ইনজামাম-উল-হক, রশিদ লতিফদের দেখলে এমনই মনে হবে। তাঁরা সবাই এখন ইউটিউবে ব্যস্ত। সেখানেই ক্রিকেট নিয়ে করছেন নানা ধরনের বিশ্লেষণ আর মন্তব্য। প্রায় প্রতিদিনই সরগরম তাঁদের ইউটিউব চ্যানেল। পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম যেমন কাল কথা বললেন সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের উইকেট মনে ধরেনি কিংবদন্তি ব্যাটসম্যানের।
ইউটিউবে ইনজামামের আহ্বান, সিরিজের বাকি দুটি ম্যাচের উইকেট আরেকটু ভালোভাবে বানানো হোক। কাল বাংলাদেশ-পাকিস্তান প্রথম ম্যাচের উদাহরণ টেনে কিউরেটরদের প্রতি ইনজামাম বলেছেন, ‘ম্যাচটা আমার কাছে টি-টোয়েন্টির মতো লাগেনি। আরও ভালো উইকেট বানানোর অনুরোধ করছি কিউরেটরদের প্রতি। উইকেট এতটাই কঠিন যে ১৪২ রানকেও বেশ কঠিন লক্ষ্য মনে হয়েছে। আমাদের এমন উইকেট দরকার যেখানে গড়ে ১৯০ থেকে ২০০ রান হবে। এতে আমাদের ব্যাটসম্যানরা বড় রান তাড়া করা শিখবে। আবার বোলাররাও শিখবে পাটা উইকেটে কীভাবে ব্যাটসম্যানদের বেঁধে রাখতে হয়।’
গাদ্দাফি স্টেডিয়ামে কাল আগে ব্যাট করে ৫ উইকেটে ১৪১ রান তুলেছে বাংলাদেশ। তাড়া করতে নেমে পাকিস্তান ম্যাচটি ৫ উইকেটে জিতেছে ৩ বল হাতে রেখে। পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক রশিদ লতিফেরও পছন্দ হয়নি প্রথম ম্যাচের উইকেট। ইউটিউবে তাঁর যুক্তি, ‘শীতে ভালো উইকেট বানানো কঠিন। তবে পিসিবি চেষ্টা করলে এমন উইকেট বানাতে পারে যেখানে গড়ে ১৬০ থেকে ১৭০ রান উঠবে। এমন নয় যে আমরা ২০০ রানের উইকেট চাই। তবে টি-টোয়েন্টিতে ১৪০ রান আধুনিক ক্রিকেটে কমই বলতে হবে। এমন উইকেটে আহসান আলী কিংবা হারিস রউফের মতো অভিষিক্তদের বিচার করা যায় না। বল ঠিকমতো ব্যাটে আসেনি।’
সিরিজের পরের দুটি ম্যাচও লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com