মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০২:৫২ পূর্বাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
কূটনীতিকদের সঙ্গে ঐক্যফ্রন্ট নেতাদের বৈঠক

কূটনীতিকদের সঙ্গে ঐক্যফ্রন্ট নেতাদের বৈঠক

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ   
জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন। আজ বুধবার সকালে রাজধানীর গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের বাসায় এই বৈঠক হয়।
সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া দুই ঘণ্টার এই বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন ঐক্যফ্রন্টের নেতারা।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এটা তেমন আনুষ্ঠানিক কিছু ছিল না। চা-চক্রের মতো আলাপ-আলোচনা। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে কথা হয়েছে।’
ঐক্যফ্রন্টের আরেক শীর্ষ নেতা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রথম আলোকে বলেন, ‘ফরেন মিশনের সঙ্গে বৈঠকটি হয়েছে। জোটের বিষয়ে কিছু না।
বৈঠকের একটি সূত্র জানায়, ঐক্যফ্রন্টের নেতারা খালেদা জিয়ার মুক্তির বিষয়সহ, চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি কূটনীতিকদের সামনে তুলে ধরেন। এ ছাড়া রোহিঙ্গা ইস্যুতেও বৈঠকে কথা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত, ব্রিটিশ হাইকমিশনার, কানাডার উপহাইকমিশনার, জাতিসংঘের আবাসিক প্রতিনিধিসহ বিভিন্ন দেশের কূটনীতিকেরা।
ঐক্যফ্রন্ট নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, গণফোরাম নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com