সোমবার, ০৬ মে ২০২৪, ০৯:১৭ পূর্বাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
আবার বাড়ছে তাপমাত্রা

আবার বাড়ছে তাপমাত্রা

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ  
ঘূর্ণিঝড় ফনির প্রভাবে গত দুই-তিন দিন সারা দেশে তাপমাত্রা কিছুটা কমলেও আবারও বাড়ছে উত্তাপ।
রোববার থেকে আগামী কয়েক দিন ১-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
গত কয়েক দিন বৃষ্টিতে গরমের তীব্রতা কমে এসেছিল। ওই সময় তাপমাত্রা এক লাফে ৭-৮ ডিগ্রি সেলসিয়াস কমে যায়।
গত শুক্রবার সকালে ফনি ভারতের উড়িষ্যায় আঘাত হানে। গত শনিবার তা বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যায়। এটি উত্তর-পূর্ব ভারতে গিয়ে দুর্বল হয়ে পড়ে। ফনি চলে যাওয়ার পর তাপমাত্রা আবার বাড়তে শুরু করেছে।
রোববার সকালে ঢাকা বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে, তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com