সোমবার, ০৬ মে ২০২৪, ০৯:২০ অপরাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
নলুয়ার হাওরে সবুজের সমারোহে সোনালি ধানের দেখা- কৃষকরা আনন্দিত

নলুয়ার হাওরে সবুজের সমারোহে সোনালি ধানের দেখা- কৃষকরা আনন্দিত

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক:: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার
হাওরপাড়ের কৃষকরা ধান উত্তোলনের অপেক্ষায় এখন প্রহর গুনছেন। হাওরে সবুজ চারায় সোনালী শীষ দুলছে। আর কদিন পরই
শুরু হবে পুরোদমে ধানকাটা, তাই হাওরের কৃষকদের চোখে আনন্দের বার্তা বইছে। কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, একটি পৌরসভা ও আটটি ইউনিয়ন নিয়ে গঠিত জগন্নাথপুর উপজেলার লোকসংখ্যা প্রায় তিন লাখ। তারমধ্যে উপজেলার অধিকাংশ মানুষই কৃষির ওপর নির্ভরশীল। এ উপজেলাবাসী একমাত্র বোরো ফসলের ওপর
নির্ভর। এই বোরো ফসল ঘরে তুলতে পারলে কৃষকরা সারা বছর ভালভাবে জীবনযাপন করতে পারেন। আর ফসল তুলতে না পারলে তাদের সারা বছর দুঃখ কষ্টের সীমা থাকে না।

শুক্রবার জেলার অন্যতম বৃহৎ হাওর জগন্নাথপুর উপজেলার প্রধান হাওর নলুয়ার হাওরে গিয়ে দেখা যায়,কয়েকদিন আগেও হাওরজুড়ে যে সবুজের সমারোহ ছিল এখন পুরোপুরি সেই চিত্র আর নেই। সবুজ চারা সোনলী রঙ্গ ধারন করেছে। কিছু কিছু জমিতে সোনালী শীষ দুলছে। কৃষকরা মনের আনন্দে নিজের ধানের জমির খোঁজ খবর নিচ্ছেন। কবে কষ্টের ফসল ঘরে তুলতে পারবেন তা দেখছেন।

পানি উন্নয়ন বোর্ড জগন্নাথপুর উপজেলা কার্যালয়ের মাঠ কর্মকর্তা উপ সহকারী প্রকেৌশলী নাসির উদ্দীন জানান,জগন্নাথপুর উপজেলায় এবার ৫০টি প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসির) মাধ্যমে ৫ কোটি টাকা ব্যয়ে ৩২ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ, মেরামত ও সংস্কার কাজ বাস্তবায়ন করা হয়েছে। হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন সংগঠনের আহ্বায়ক সিরাজুল ইসলাম বলেন, হাওরজুড়ে সবুজ আর সোনালী চারার ঝিলিক কৃষকদের মন খুশিতে ভরে উঠছে।
তিনি বলেন, এক সপ্তাহের মধ্যে ধান কাটার ধূম পড়বে বলে আশা করছি। কৃষকরা এখন ধানকাটার প্রস্তুুতি নিচ্ছেন। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম বলেন, কৃষকরা যাতে
তাদের কষ্টার্জিত ফসল ঘরে তুলতে পারেন সেজন্য আমরা সার্বক্ষিনিক তাদের পাশে রয়েছি। তিনি বলেন, গতকাল নলুয়ার হাওর ঘুরে দেখেছি সবুজ চারায় সোনালী শীষ দুলছে এ যেন এক অন্যরকম ভাললাগা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com