বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১০:০৪ পূর্বাহ্ন

pic
সংবাদ শিরোনাম :
জাতীয় পর্যায়ে একক লোকনৃত্য প্রতিযোগিতায় সেরা নৃত্য শিল্পী মেয়ে অন্বেষা চৌধুরী পূজা মহান মে দিবস আজ শান্তিগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়তে চান খাইরুন আইনজীবীর পোশাকে পিয়ার হাসি ভাইরাল, কী বলছেন অভিনেত্রী শনিবার সাপ্তাহিক ‘ছুটিই থাকছে’ প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে সুবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত সুবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু কাল, স্বপ্ন পূরণে হাওরপাড়ে খুশির ঢেউ উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ৭৩ জনকে বহিষ্কার করলো বিএনপি এডিবির সেফগার্ড পলিসি সংশোধনের দাবীতে সুনামগঞ্জে অভিনব কর্মসূচী 
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
আবুল হাসান:একটি আশ্চর্য উদ্ভিদের নাম

আবুল হাসান:একটি আশ্চর্য উদ্ভিদের নাম

রবীন্দ্রনাথ আর জীবনানন্দের সাথে আরও একজন কবি আজকাল আমার সঙ্গে থাকেন।যিনি শুরু থেকেই পাঠককে বৃত্তের বাইরে নিয়ে আপনবলয়ে ভাবাতে পারেন-ধরে
রাখতে পারেন দীর্ঘকাল।যিনি ফুল ছিড়তেই হয়ে যান মানুষ, তিনি সেই লাবণ্যময় পাথর, গোলাপের নিচে নিহত চির কবিতার কিশোর, ২৯ বছরে হারিয়ে যাওয়া এক ক্ষণজন্মা কবি-আবুল হাসান।
আধুনিক মানুষের বিচ্ছিন্নতাবোধ, নৈঃসঙ্গচেতনা, স্মৃতিমুগ্ধতা, আত্মমূখিতা এবং হার্দিক রক্তক্ষরণের রূপকার হিসেবে বাংলার কবিতার জমিনে কবি আবুল হাসান এক বিশিষ্ট নাম-এক আশ্চর্য কবিতার উদ্ভিদ।ষাটের দশকের মধ্যলগ্নে বাংলা কাব্যাঙ্গনে আবির্ভূত হয়ে অতি অল্প সময়ের মধ্যে তিনি নির্মাণ করতে সক্ষম
হয়েছিলেন তাঁর এক নিজস্ব রাস্তা।
আত্মতা এবং আমিত্মই আবুল হাসানের সাহিত্যকর্মের মূখ্য উপজীব্য মূলত: মানুষ, নারী, নৈঃসঙ্গচেতনা অথচ আশাবাদী।
.
আবুল হাসানকে নিয়ে লেখা কবি শহীদ
কাদরীর একটা কবিতা পড়েছিলাম অনেক আগে।’আবুল হাসান একটি উদ্ভিদের নাম’ শিরোনামের অসম্ভব ভালো লাগা এ কবিতায় কবি মনে করেন-কবি,কবিতা আর আবুল হাসান
সবকিছু মিলে যেন মুদ্রার এপিট-ওপিট;সত্যি
কারের এক কবিতার গাছ।
“অবশেষে জেনেছি মানুষ একা।
জেনেছি মানুষ তার চিবুকের কাছেও
ভীষণ অচেনা ও একা।”(পাখি হয়ে যায় প্রাণ)।
আবুল হাসানের জীবনবোধ ও শিল্পীসত্তার মৌল পরিচয় তাঁর প্রবাদ প্রতিম আমিত্ব,আত্মতা এবং নিঃসঙ্গতার
মধ্যে নিহিত। জানি, প্রকৃত অর্থে শূন্যতা ও নৈঃসঙ্গতাই কবির নিয়তি, না-হলে কবিতাকে বিষয়, ধর্ম এবং রাজনীতি
খেয়ে ফেলে। তাই তো ষাটের দশকের
কবি হয়েও তাঁর মধ্যে লক্ষ করা যায়
এক ধরনের বাউল বা বৈঞ্চবীয় নির্লিপ্ততা আর ঔদাসীন্য। তাঁর কবিতায় এতো গান আর এমন শূন্যতা ষাটের দশকের অন্য কবিদের মধ্যে আর তেমন একটা চোখে পড়ে না।
.
আবুল হাসান সরাসরি কোনো রাজনীতির সাথে যুক্ত ছিলেন না।কিন্তু
তিনি রাজনীতি সচেতন ছিলেন। তাই তো তাঁর কবিতায় স্বপ্ন ও আশাবাদে সেই রাজনীতিকেই পাঠ করি:
“উদিত দুঃখের দেশ তাই বলে হে কবিতা,দুধভাত তুমি ফিরে এসো…”
.
প্রণয় আর প্রতারণা, রিক্ততা আর রুগ্নতা
অতিক্রম করে জয়শ্রী জীবনের সন্ধানেও কবি আবুল হাসান উপস্থিত হন-সমষ্টির আঙ্গিনায়। আত্মভাষ্যের
অন্তরালে তাঁর কবিতায় লক্ষ করা যায় সমকালীন বাংলাদেশের নানা আলোড়ন বিলোড়ন, মূল্যবোধহীনতা, রাজনৈতিক
সেচ্ছাচার, সংগ্রামশীল মানুষের দুর্মর
জীবন যন্ত্রণা,স্বাধীনতা যুদ্ধের স্মৃতি এবং যুদ্ধোত্তর বিপন্নতার চিত্র।আবুল হাসানের স্বাতন্ত্র্য এখানে যে, তিনি নিখিল নিরাশার প্রান্তরে বাস করেও মানুষকে শুনান আশার গান:
“অনেক রক্ত গেলো/শিমুল তুলোর মতো/..ছোট ভাইটিকে আমি কোথাও দেখি না।” অথবা
“মানুষ যদিও বিরহকামী,কিন্তু
তার মিলনই মৌলিক।”
.
জীবনের সকল দুঃখ-যন্ত্রণা-রক্তক্ষরণ আর নিঃসঙ্গতাকে ধারনকরা আবুল হাসান ধূর্জটির মতো বেদনায় নীল
হয়েছেন। কিন্তু তাই বলে কখনও আশাহীন হয়ে পড়েননি। অন্তত তাঁর কবিতা বলে না:
“ঝিনুক নীরবে সহো, ঝিনুক নীরবে সহে যাও/ভিতরে বিষের বালি/মুখ বুজে
মুক্তা ফলাও।”
.
বাংলা সাহিত্যে সুকান্তের পর দ্বিতীয় ক্ষণজন্মা আপাদমস্তক কবি আবুল
হাসানের জীবদ্দশায় মাত্র তিনটি কবিতার বই বেরিয়েছিল।’রাজা যায় রাজা আসে’,’যে তুমি হরণ করো’ এবং ‘পৃথক পালঙ্ক’।
‘পৃথক পালঙ্ক’ প্রকাশের পর কবি হাসান
হাফিজুর রহমান এক ভাষণে বলেছিলেন,’আবুল হাসান তাঁর এই বইয়ে কবিতার যে শিখরে পৌঁছেছে
আপনারা ষাটের দশকের কেউ সেখানে
যেতে পারেননি।’
আবুল হাসান সম্পর্কে কবি নির্মলেন্দু গুণ বলেন,’আবুল হাসান আনখশির কবি।কবিতার চেয়ে গুরুত্বপূর্ণ এমন কোনো বিষয় নেই, যা তার আরাধ্য।অর্থ নয়,বিত্ত নয়,প্রতিপত্তি নয়,এমন কি চূড়ান্ত অর্থে নারীও নয়- কবিতা,শুধু
কবিতাই আরাধ্য তাঁর।’
.
“হা সুখি মানুষ,তোমরাই শুধু জানলে না
অসুখ কত ভালো/কত চিরহরিৎ বৃক্ষের
মতো শ্যামল।”
.
একজন কবির জীবন বলতে যা বোঝায় তা এই বাংলায় আবুল হাসানই যাপন
করতে চেয়েছিলেন।মানুষের রক্তের ভেতর যে রক্তক্ষরণ,যে দহন আর যন্ত্রণা তা আবুল হাসানের কবিতার ভেতর পাই।যেন সকলের বেদনা একা ধারন করে তিনি রচনা করছেন আপন যাতনার মানচিত্র।আমাদের সমকালীন কবিতায় তাঁর প্রভাব ভালোভাবেই ব্যাপ্ত।আমরা এখনও যদি কোনো কবিতা লেখতে যাই
-ঠিক যেন হয়ে যায় তাঁর কবিতা।
বাক্যে শব্দের ব্যবহার,উপসর্গ,
রূপালঙ্কার,উপমা সৃষ্টিতে তিনি ছিলেন সৎ এবং দক্ষ।এবং বলা বাহুল্য যে,কবিতায় পরপর গল্প বর্ণনা থাকলেও তাঁর কবিতা বাহুল্যহীন।
আবুল হাসান গ্রাম থেকে শহরে এসেছিলেন কিন্তু তিনি নাগরিক যন্ত্রণার ভেতর থেকেও পরম আনন্দে গ্রামকে ভুলে যাননি।তিনি লেখেন:
“মনে পড়ে সরজু দিদির কপালের লক্ষ্মী চাঁদ তারা/মনে পড়ে তার নরম…।”
.
সবশেষে বলবো:জীবনানন্দ আমাদের
নির্জনতম কবি আর আবুল হাসানের
কবিতা বলে তিনি নিঃসঙ্গতম কবি।
শূন্যতার ভেতর অভিমানের বাদলে ভেজে যাওয়া এক চির কোমল পাথর;আশ্চর্য উদ্ভিদ।
.
দায় স্বীকার:আবুল হাসান রচনাসমগ্র,
আবুল হাসানের অপ্রকাশিত কবিতাবলি,মাসিক উত্তরাধিকার(আষাঢ় ১৪১৯)
.
লেখক: সুলেমান কবির
কবি ও গল্পকার,সুনামগঞ্জ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com