বুধবার, ০৮ মে ২০২৪, ০৫:৩৩ পূর্বাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
শ্রীলংকার প্রধানমন্ত্রীকে বরখাস্ত, ফের দায়িত্বে রাজাপাকসে

শ্রীলংকার প্রধানমন্ত্রীকে বরখাস্ত, ফের দায়িত্বে রাজাপাকসে

আন্তর্জাতিক ডেস্ক 
শ্রীলংকার নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক প্রেসিডেন্ট মাহিন্দ্র রাজাপাকসে। শাসক জোটের পতনের পর প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহকে বরখাস্ত করে তাকে প্রধানমন্ত্রী হিসেবে নাম ঘোষণা করেন দেশটির বর্তমান প্রসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। শুক্রবার সিরিসেনার অফিস থেকে আকস্মিকভাবে এ ঘোষণাটি আসে। খবর আলজাজিরা, বিবিসির।
তবে বরখাস্তের বিষয়টি মানতে নারাজ রনিল বিক্রমাসিংহ। স্থানীয় গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘হাউসে এখনও আমার প্রতি সকলের আস্থা রয়েছে। আমিই প্রধানমন্ত্রী এবং হাউসে আমারই সংখ্যাগরিষ্ঠতা বেশি। সংবিধান অনুসারে আমিই প্রধানমন্ত্রী। আমাকে সরিয়ে দেয়া সম্পূর্ণ অবৈধ।’
এ ঘটনার পর অর্থমন্ত্রী মঙ্গলা সামারভাইরা বিবিসিকে বলেছেন, ‘এটি একটি গণতন্ত্রবিরোধী অভ্যুত্থান। রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে রনিলকে পদচ্যুত করতে পারেন না। তাই এখনও রনিলই প্রধানমন্ত্রী।’
বর্তমান প্রেসিডেন্ট সিরিসেনা ২০১০-১৪ শাসনামলে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দ্র রাজাপাকসের অধীনে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। ২০১৫ সালের নির্বাচনে রাজাপাকসেকে পরাজিত করতে রনিল বিক্রমাসিংহের সঙ্গে জোট বাধেন তিনি। রনিল বিক্রমাসিংহের ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) সমর্থনে তিনি শ্রীলংকার প্রসিডেন্ট নির্বাচিত হন।
তবে হঠাৎ করেই সিরিসেনার ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্স (ইউপিএফএ) শুক্রবার ঘোষণা দেয়, তারা বর্তমান সরকারের জোটটি ভেঙে দিতে চায়। এরপরই এ জোটের পতন ঘটে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com