মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৩:৫১ অপরাহ্ন

pic
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫
নির্বাচনী এলাকায় এসেছেন প্রতিমন্ত্রী এম এ মান্নান, থাকবেন চারদিন

নির্বাচনী এলাকায় এসেছেন প্রতিমন্ত্রী এম এ মান্নান, থাকবেন চারদিন

নিজস্ব প্রতিবেদক :: চারদিনের সরকারি সফরে নিজের নির্বাচনী এলাকায় এসেছেন প্রতিমন্ত্রী এমএ মান্নান। বুধবার (৩ অক্টোবর) রাত ৮টা ২০ মিনিটে বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলার বিএস-১৩৩ নং বিমানের একটি ফ্লাইটে সিলেট এম.এ.জি ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

এসময় দলীয় নেতাকর্মীরা তাঁকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে স্বাগত জানান। এসময় উপস্থিত ছিলেন- সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদ সদস্য মাহতাব উল হাসান সমুজ, বিয়ানীবাজার পৌরসভার মেয়র আবদুর শকুর, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম জহুর, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা জাবিছ জিম্মাদার, প্রতিমন্ত্রীর রাজনৈতিক সহকারী আবুল হাসনাত, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাসুদ কামাল সুফি, সুনামগঞ্জ  জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম সিপন, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মো. মুন্না মিয়া প্রমুখ।

প্রতিমন্ত্রীর চারদিনের সরকারি সফরের সময়সূচী হচ্ছে – আগামীকাল বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকাল ৯টায় তিনি সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে উন্নয়ন মেলার উদ্বোধন। ওইদিন বিকাল ৩টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় যোগদান।

পরদিন শুক্রবার (৫ অক্টোবর) সকাল ১০টায় হাসকুড়ি মসজিদের উদ্বোধনী অনুষ্ঠান, বেলা ১১টায় দক্ষিণ সুনামগঞ্জের বীরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, দুপুর ১২টায় বীরগাঁও গোরিয়াখালের উপর নির্মিত সেতুর উদ্বোধনী, বিকাল সাড়ে ৫টায় শাল্লা উপজেলায় আব্দুল মান্নান চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদান করবেন সুনামগঞ্জ-৩ আসন থেকে দুবারের নির্বাচিত সাংসদ প্রতিমন্ত্রী এমএ মান্নান।

শনিবার (৬ অক্টোবর) বেলা ১১টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের মৌখলা, সাপেরকোনা, ঠাকুরভোগ, টাইলা, দুর্গাপুর গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করবেন। ওইদিন বিকাল ৪টায় উপজেলার শান্তিগঞ্জ এফআইভিডিবি হলরুমে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মাধ্যমিক স্কুল মাদ্রাসার শিক্ষকদের সাথে শিক্ষার মনোন্নয়ন বিষয়ক সভায় যোগ দেবেন।

রবিবার (৭ অক্টোবর) বেলা ১১টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমকে নিয়ে সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান।

বিকাল ৪টায় টেক্সটাইল ইন্সটিটিউটের উদ্বোধন উপলক্ষে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজিত জনসভায় যোগদান শেষে চারদিনের সফরের ইতি টেনে রাজধানী ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017 DakshinSunamganj24.Com
Desing & Developed BY ThemesBazar.Com