শুক্রবার(১ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ এন্ড অ্যাকুয়া কালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের উদ্যোগে ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে এই সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা শামসুল করিম, প্রধান বক্তার বক্তব্য রাখেন অত্র প্রকল্পের প্রকল্প পরিচালক সামসু উদ্দিন। স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন, বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ফজলে রাব্বানী চৌধুরী, হ্যাচারি কর্মকর্তা মনিরুজ্জামান প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন এলাকার মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন।