রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ১২:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
পরীক্ষামূলক সম্প্রচার চলছে!! জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতে : ০১৭১২-৬৪৫৭০৫

শান্তিগঞ্জে আগুনে পুড়ে ছাই দোকানঘর, ১০ লক্ষ টাকার ক্ষতি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৮ বার
স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের শান্তিগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শনিবার(২৬ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলার পাথারিয়া ইউনিয়নের গনিগঞ্জ বাজারে শাহ আলম স্টোর নামের একটি দোকানঘরে এই ভয়াবহ এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে গনিগঞ্জ বাজারের শাহ আলম স্টোরে হঠাৎ করেই আগুন লাগে। আগুন দেখে ব্যবসায়ী আগুন আগুন বলে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান। এরপর স্থানীয় ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন৷ পরে খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। এর আগেই দোকানে থাকা মালামাল ও লগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়৷ এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।
দোকানের মালিক শাহ আলম বলেন, এত বছর ধরে ব্যবসা করছি কখনো এমন ঘটনা ঘটেনি। আজ হঠাৎ করেই আগুন লেগে সব পুড়ে ছাই হয়ে গেছে৷ আমি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হলাম৷
এ ব্যাপারে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ(ভারপ্রাপ্ত) আলমগীর হোসেন বলেন, খবর পাওয়ার সাথে সাথে গিয়ে আগুন নেভানো হয়েছে। তবে আমরা ঘটনাস্থলে গিয়ে মালামাল উদ্ধার করলেও এর আগেই ভয়াবহ আগুনে দোকানের অনেক মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। কি কারণে আগুনের সুত্রপাত তা আমরা তদন্ত করছি৷

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর