স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ- রাজনীতিবিদ মরহুম আব্দুন নূর স্মরণে প্রথম “আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি প্রাথমিক মেধা বৃত্তি” ২০২৪ পরীক্ষার ফরম বিতরণ ২১ নভেম্বর সোমবার থেকে শুরু হচ্ছে।
শান্তিগজ্ঞ (দক্ষিণ সুনামগঞ্জ) উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, এনজিও / কিন্ডারগার্টেন ও এবতেদায়ীর ৫ম শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবে। আগামী ১৫ নভেম্বর পর্যন্ত ফরম সংগ্রহ করা যাবে। প্রতিটি স্কুলের প্রধান শিক্ষকের কাছ থেকেও ফরম সংগ্রহ করা যাবে। এছাড়া শান্তিগজ্ঞ বাজারের আদর্শ লাইব্রেরী, ফরচুন স্টেশনারি, পাগলা বাজারের বন্ধু লাইব্রেরী এবং প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তীর (মোবা: ০১৭১৪ ৫০৭৭৫৫) কাছ থেকে ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩০ নভেম্বর শনিবার জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। পরীক্ষার দিন সকাল ৯ টা থেকে ১০ টার মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক আশীষ কুমার চক্রবর্তীর থেকে প্রবেশপ্রত্র সংগ্রহ করতে হবে । পরীক্ষা শুরু হবে সকাল সাড়ে ১০ টা থেকে।
পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে ‘আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি প্রাথমিক মেধা বৃত্তি’ প্রকল্পের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক সাংবাদিক খালেদ আহমদের (মোবা: ০১৭১১১ ৫৬৭৮৯) সাথে যোগাযোগ করতে পারবেন।